অরোরার মূল্যহীন প্রেমবর Poem by MAHTAB BANGALEE

অরোরার মূল্যহীন প্রেমবর

Rating: 5.0

আজীবন প্রেম চেয়েছ-
তোমার নক্ষত্রময়ী ঠোঁট যোগল দিয়ে
উষ্ণতা চেয়েছ-
সে প্রেমের স্বর্গীয় উনুন জ্বালিয়ে

ভাগ্য তাড়িত স্বর্ণ আপেল নিয়ে
জ্বলতে দাওনি ট্রয়ের মত
আমার প্রেম নগরী

বয়সের জন্য চির যৌবনী আশীর্বাদ ভুলে
প্রিয়তমা তুমি শুধু নিয়ে এসেছ
দেববর 'অমর প্রেম'

যুগের পর যুগ পেরিয়ে যায়
যুগান্তরের ঊষার দুয়ারে
রাঙ্গা প্রভাত যায়আর আসে
তুমিও আসো প্রিয়তমা জুঁই শাঁখে
শুধুই মৃত্যুহীন প্রেম বর নিয়ে চির যৌবন হীনে
দ্যাখো কৃশকায় আমি শতবর্ষ পরে হে সুন্দরী ঊষা দেবী
তোমার দেববর নাও ফিরিয়ে
দাও আমায় মৃত্যুর অমৃত স্বাদ এ ক্ষণে
চলে যেওনা আমায় এ ঘোর কৃশ বয়সে রেখে

(তবে চলে যায় দেবী নীরবে; করুণ হেসে
সমর্পিত দেববর ফিরিয়ে নেয়া যায়না বলে
প্রেমিকের গণ্ডদেশে প্রেম বিসংবাদী অশ্রু ফেলে)

-১৯/০৪/১৮

অরোরার মূল্যহীন প্রেমবর
Thursday, April 19, 2018
Topic(s) of this poem: age,despair,goddess,human,immortality,love,youth
POET'S NOTES ABOUT THE POEM
ঊষা দেবী অরোরার প্রেম পৃথিবী মানব টিথোনাসের জন্য।
যেখানে দেবতা জিউসের দেয়া অমর প্রেমবর নিয়ে দেবী এসেছিলেনটিথোনাসের জন্য কিন্তু ভুলে গেছেন যৌবনহীন অমর প্রেম মূল্যহীন এ মনুষ্যকুলে। (মিথোলজি)
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 19 April 2018

দ্যাখো কৃশকায় আমি শতবর্ষ পরে হে সুন্দরী ঊষা দেবী তোমার দেববর নাও ফিরিয়ে দাও আমায় মৃত্যুর অমৃত স্বাদ এ ক্ষণে চলে যেওনা আমায় এ ঘোর কৃশ বয়সে রেখে.....😣😣😣

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success