তোমার চোখেও কি ঘুম নেই? [অন্ত্যমিলহীন দশপদী কবিতা] Poem by Md. Ziaul Haque

তোমার চোখেও কি ঘুম নেই? [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

আমি প্যাঁচার মতন নির্ঘুম জেগে রই,
আমার মস্তিস্ক যে অলস থাকে সে সময়,
সে কথা বললে ভুল বলা হবে নিশ্চয়ই,
আসলে আমি ভাবি- তুমিও কি নির্ঘুম আমার মতন?

কে জানে? হয়তোবা আমার মতই বিছানায়,
এপাশ ওপাশ ফিরেই কাটে সমস্ত রাত্রি তোমার!
বিশ্বাস করো প্রিয়া- প্রতিটি রাতে তোমার কথা না ভেবে,
আমি যে থাকতেই পারি না! আমি যে অপারগ!

তোমার প্রেমের শরাব পান করে দুলে চলেছি,
ঠিক এই মস্ত পৃথিবীর মতন- দিবানিশি!

Thursday, April 19, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success