নির্বাচিত হাইকু-২ Poem by Mohamed Zulfikar Ali

নির্বাচিত হাইকু-২

প্রভাতে শীত
রাত্রিতে শীত।
বয়ে চলে জীবন।

পাহাড় গুলো
শীতে তুষারে ঢাকে
কালের ঘন্টা।

বারোটা এক
হঠাৎ আতসবাজি
স্বাগত বর্ষ।

সঙ্গে সুজন
সবুজ ক্ষেতে হাঁটি
পাল্টায় মন।

কৃষক কর্ম-
পথ দেখে চলার
কাস্তে নির্দেশ।

অগোচরেই
রাতে সুগন্ধি মাখে
হা¯œাহেনার।

গ্রীষ্মের গান
কিসের প্রার্থনায়
ঝিঁঝি পোকার?

বাঁচার যুদ্ধ
বেঁচে আছি আধমরা
কী শীতলজল!

বিড়ালে যুদ্ধ
খুব বলিষ্ঠ
সমাপ্তি অভিসারে।

তরমুজ অংশ
যত্রতত্র সবুজ
বাসন্তী বর্ষে।

পাহাড় থেকে
লাফিয়ে ওঠে কণা
মেঘ পর্বত।

কোথা উত্থান?
আহা বসন্ত গান
কোকিল বন্ধু।

অপূর্ব ছবি
যেন ব্যাঙের লাফ
বৃষ্টির ফোঁটা।

তুষার কণা
লেপ্টে থাকে শীষে
শন-পাতার।

বন্ধুত্ব ভিন্নে
সাদা লাল পতঙ্গ
যুগল বন্দি।

গোবর তলে-
ক্ষোভসহ ফোটে এক
বিদ্রোহী পদ্ম।

শরৎ বার্তা
শুনেছো তৃণভূমি?
পতঙ্গ রাজা।

কবর স্থান
শাদা ফুলের 'পর
কীট পতঙ্গ।

বসন্ত শাখা
কতটুকু জেনেছ?
নতুন পত্রে।

সব পতঙ্গ
নিজের শক্তি যেন
যোদ্ধা রুস্তম।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success