যাবে তুমি ফিরে Poem by RAJAT GHOSH

যাবে তুমি ফিরে

নিষেধের সেথা হতে অন্তরীক্ষ মাঝে
জটাজালে মেঘমালা লুকাইলো সাঝে,
ধরনীধাম আসিল নামি পুষ্করিণী পাড়ে
একচিলতে অন্ধকারে শিশু মাতৃক্রোড়ে।

জ্বলিল বাতি প্রদীপ শিখা বেড়ি আবছায়া
কে ডাকিলো বুঝি নাই আবছা একলা কায়া,
আঁধারের বিছানা জুড়ে ফুটিল রজনীগন্ধা
পাড়াময় মদময় মনকেমনের সুগন্ধি সন্ধ্যা।

আশীর্বাদ আসিল নামি আলগা আবছা সন্ধ্যা
সময়ের ফুলদলে রজনীগন্ধা প্লাস্টিক বন্ধ্যা,
আল্লাদে গেঁয়ো গন্ধ ঢেকে গেছে আধুনিকে
অতুলানন্দ আনন্দ খোঁজে কৃত্রিমতার সুখে।

যাবে তুমি ফিরে, সেই ইতিহাসের ঝলসানো বনলতায়
যাবে তুমি ফিরে, আমাজনের সেই চিরহরিৎ চিলেকোঠায়?

Wednesday, August 19, 2020
Topic(s) of this poem: nature love,nostalgia
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success