Poem by Md. Ziaul Haque

কালো কম্পিউটার চাই,
কালো মোবাইল ছাড়া কোনও কথাই নাই,
ফার্নিচার কালো হলে খুব ভালো হয়,
কিন্তু কালো পাত্রী মোটেও কাম্য নয়।

এ কেমন প্রহসন, কেমন অবিচার?
মানুষ আমরা সবে, এ সত্য মানতে হবে সবার,
বিধাতা প্রদত্ত নানা রঙ ও বর্ণের সমাহারে,
মেলে প্রমাণ বৈচিত্রের এ প্রকৃতির মাঝারে।

রঙ নিয়ে করে যারা রঙঢঙ!
আদতে তারা মানুষ নয়, সঙ!

Saturday, April 18, 2015
Topic(s) of this poem: racism
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success