পথের প্রেমে পথকে চিনে Poem by Tushar Ray

পথের প্রেমে পথকে চিনে

পথের প্রেমে পথকে চিনে দেখনা এবার মায়ের খেলা
নানান রূপে নানান ভাবে আমার মায়ের নিত্য লীলা
রূপে রসে গন্ধে গানে
মা খেলিছেন আপন মনে
সবার হিয়ায় লুকিয়ে থেকে সকল ঘাটে ভাসান ভেলা
অহংকারেব্র অন্ধকারে
মরি যখন ঘুরে ঘুরে
মা ই তখন দেখিয়ে দিশা ঘটান মোদের ভবের খেলা
ওই সুখদুক্ষের খেলা ফেলে
আয়রে ফিরি মায়ের কোলে
এখন মায়ের রঙে রং মিলিয়ে কাটুক মোদের সারাবেলা
এসো পথের প্রেমে পথকে চিনে সার্থক করি পথেচলা
- - - - - - - - - - - - - - - - - -
মে ২৮, ২০১২

Sunday, May 3, 2015
Topic(s) of this poem: love and life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success