উইলিয়াম সেক্সপীয়ারের কাব্যানুবাদ- ১৫২ Poem by Suresh C Chaudhury

উইলিয়াম সেক্সপীয়ারের কাব্যানুবাদ- ১৫২

(সনেট-১৫২)

তোমাকে ভালোবেসে, তুমি জানো আমি শপথ করে শপথ ভঙ্গকারী,
তুমি কিন্তু দু'বার শপথভঙ্গকারী, আমাকে প্রেমে শপথ করে;
কার্য: তোমার শয্যা- শপথ ভাঙল, বিদীর্ণ হল নয়া বিশ্বাস
নতুন ঘৃণাকে শপথ করে নতুন প্রেমের জন্মের পরে ।
কিন্তু কেন আমি দুটি শপথ ভাঙ্গার অভিযোগই আনি
তোমার বিরুদ্ধেযখন ভেঙ্গেছিলাম আমি কুড়িটা!
আমি অধিকতর শপথ ভঙ্গকারী কারণ আমার
সকল প্রতিশ্রুতিগুলি শপথ মাত্র কেবল তোমাকে
অবিশ্বাস করতেআর তাতেই আমার সৎ-বিশ্বাস উধাও ।
কারণ আমি যে হলফ করেছি গভীর ভাবে তোমার গভীর দয়ায়
তোমার প্রেমে, তোমার সততায়, আনুগত্যে;
আর তোমাকে উদ্ভাসিত করতে আমার চোখকে
আঁধারে সরিয়ে নিলামঅথবা যেতে দিলাম শপথ নিতে
যা তারা দেখে তার বিপরীতে;
যেহেতু আমি স্পষ্ট ভাবে শপথ করেছি, আমি অধিকতরশপথ ভঙ্গকারী
সত্যটি যে এতো জঘন্যমিথ্যা একটি,তার বিরুদ্ধে শপথ নিতে!







.

Tuesday, April 7, 2020
Topic(s) of this poem: love and life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success