Bangla Kobita 11 Poem by Sanjib Saha

Bangla Kobita 11

কবিতার খাতা

১১

বিষন্ন সন্ধ্যা ছুঁয়ে কারও কারও বুক
চোরা ঘাস ফেলে যায় প্রশান্ত অঙ্গনে
কত কিছু কষ্টের কাব্য আনমনে
রচিত হয়, শতচ্ছিন্ন নিরন্তর সুখ।

মাঠগুলোয় সবুজ চিহ্ন ফেলে যায়
আমাদের ছেলেবেলা খেলা ফেলে ফেলে
প্রস্তুত হয় সে কতদূর যাবে বলে
শৈশবে তাই মায়ের ঘাম ঝরে যায়।

এতদিন পার হয়ে অবশেষে মনে হয়
মইদুল মৃদুল যেন পৃথক হয়ে যায়
একহাতে শুধু শঙ্খ অন্যহাত ফিরে যায়
একদিন দীর্ঘশ্বাস প্রেম খুলে পড়ে রয়।

না না এমন চাওয়া ছিল না মননে
এমন ভয় ছিল না কবিতার পাশে
জীবনে জীবন ছন্দোময় হয়ে মেশে
তবু কথা দেবে কে জীবন যাপনে।

————————————————
সঞ্জীব.

Wednesday, May 20, 2015
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success