শুভকামনা (Best Wishes)language: Bengali Poem by Ratan Ghosh

শুভকামনা (Best Wishes)language: Bengali

সাগর তীরে মেঘ যেখানে পাহাড়ের কানে কানে

কথা বলে, দাঁড়িয়ে আছে আমার বাগান

তোমার পথ চেয়ে। আমার পথ গেছে সরে

অনেক অনেক দুরে তোমার পথের থেকে

আমার খেয়াতরী পৌছলনা তোমার ঘাটে ।



মেঘ ভেসে যায় তোমার কাছে

সাগরের ঢেউ আছড়ে পড়ে তোমার পায়ে

ফুলের সুবাস উড়ে যায় বাতাসের সাথে

জন্মদিনের শুভকামনা তোমাকে জানাতে

আমি শুধুবসে থাকি সুদূর প্রান্তে চেয়ে।



তুমি কবে আসবে বলো শিউলির মালা হাতে

আমার কন্ঠে পড়াবে বলে,

আমি বাগানে একা বসে থাকি সেই দিনের তরে।

রজনীগন্ধা, ডালিয়া আর গোলাপের মাঝে

আমার অপ্সরী নেমে আসবে বলে।



কতো জন্মদিন পার হয়ে গেছে আশায় আশায়

তোমার সাথে ঝুলনের দোলায় দুলবো বলে ।

আমি অপেক্ষায় থাকি যুঁইয়ের মালা হাতে

তোমার কন্ঠে পড়াবো বলে আমার বাগানের

কোনে নিভৃতে নীরবে অন্তরের ভালোবাসা দিয়ে ।



আবার এসেছে জন্মদিন ঘড়ির কাঁটা ধরে

আমি জানি তুমি থাকবে অপেক্ষায়,

বিষাদগ্রস্ত মনে। চিরসখীতুমি আনন্দে থেকো

তোমার জন্ম দিনে, আমার ভালবাসা

আমার শুভকামনা রইল তোমার তরে ।

Thursday, May 30, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success