ছড়া - পুকুর পাড়ের মেলা- (Chora Pukur Parer Mela)) Poem by DEW DROP

ছড়া - পুকুর পাড়ের মেলা- (Chora Pukur Parer Mela))

ছড়া - পুকুর পাড়ের মেলা-
Rhyme - Fair on Tank Bank

by - ছড়াকার স্বপ্ন ভেলা
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
মন খুলে যায়
দোর খুলে আয়
পুকুর পাড়ে ওকি
চাঁদের আলো হাসছে যে আজ
করছে ঝিকি মিকি
ছলাৎ ছলাৎ
ঝলাৎ ঝলাৎ
হালকা উঠে ঢেও
নয়নাভিরম এ দৃশ্য
দেখবে আর কি কেও

মন খুলে দে
দোর খুলে রে
পুকুর পাড়ে আয়
শিল্পকর্ম দেখবি রে আয়
শিল্পী চাঁদ মামায়

আশ পাশের ঐ গাছগুলি দেখ
ফিকি ফিকি হাসে
চাঁদ মামা তাই দেখে
আলোর বানে ভাসে

প্রান খুলে দে
গান জুড়ে দে
নয়তো কবি রাজ
পুকুর পাড়ে
দেখবি তোরা
ময়ূর পাখির নাচ

আয়রে আয় মন পাগলা
খোঁপা খুলে করে আগলা
হালকা বাতাসে
জলসার জল
টল টল টল
এপাশে ওপাশে

ছড়া  -  পুকুর পাড়ের মেলা-  (Chora Pukur Parer Mela))
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
DEW DROP

DEW DROP

Sherpur
Close
Error Success