Guru তুমি...! ! ! Poem by DEW DROP

Guru তুমি...! ! !

Guru তুমি...! ! !
You were Master of Poetic Style

by- শিশির ভেজা
(কবি জীবনানন্দ দা স্মরণে)


এখানে ধানের খই
উঠানে ছড়িয়ে
বসে নেই ছোটো শিশু
মেশিনে ভাজা চিপস
হাতে ছোট ছেলে মিশু

নদী মরে গেছে
পানি শুধু বর্ষায়
চিল ডাকে
কম কম
রাঙ্গা হাস
গুগলির খোঁজে
ডোবায় যদিও আছে
মানুষ খোঁজে শহুরে আবাস
বেতের ফলার মত
মন খুঁজে পাওয়া দায়
শোটি বনের ছায়া
দেখার কেও নাই

হায় গুরু
জীবনে আনন্দ
তুমি যা পেয়েছ
কত ভাগ পেল
এরা
যে কোন কাজেই
হিসাব যন্ত্র নিয়ে
বসে যারা......
সুখ!
সুখ!
আনন্দ!
আনন্দ!
নিজ ভুমে
পায় কারা?
আমি লিখছি বাঁধন হারা!

Guru তুমি...! ! !
Tuesday, November 15, 2016
Topic(s) of this poem: poet
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success