ছিলো তারা কাছে কাছে (Lyric) Poem by Arun Maji

ছিলো তারা কাছে কাছে (Lyric)

Rating: 5.0

ছিলো তারা কাছে কাছে
পাশে বসে হেসে হেসে।
আজ তারা নেই। কেউ কাছে নেই।
স্মৃতি ছাড়া আর কিছু নেই।
বন্ধু... ও বন্ধু


ছেলে বেলা খেলা খেলা
কাদা জলে হলো বেলা।
আজ খেলা নেই। স্বপ্নে ডানা নেই
দুঃখ ছাড়া আর কিছু নেই।
বন্ধু... ও বন্ধু

নীলু নাকি মরে গেছে
যক্ষ্মা রোগে ভুগে ভুগে
আজ তপু নেই। গাঁয়ে কেউ নেই।
স্বপ্ন ছাড়া আর কিছু নেই।
বন্ধু... ও বন্ধু

জীবন খাতা ছেঁড়া পাতা
কালি মাখা শূণ্য পাতা।
চাঁদে হাসি নেই। ফুলে গন্ধ নেই।
দুঃখ ছাড়া আর কিছু নেই।
বন্ধু... ও বন্ধু

কোথা তোরা গেলি ওরে
ফিরে আয় একটু তরে।
হাসবো সাথে গাইবো সাথে
হেসে হেসে মরবো সাথে।
বন্ধু... ও বন্ধু


© অরুণ মাজী
Painting: John William Godward

ছিলো তারা কাছে কাছে (Lyric)
Friday, August 31, 2018
Topic(s) of this poem: friendship,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success