আমায় উড়িয়ে নিও (Malobika..) Poem by Arun Maji

আমায় উড়িয়ে নিও (Malobika..)

Rating: 5.0

​আছে রাত। ​আছি আমি। ​
​তুমি নেই
​শুধু তুমি নেই।

​হটাৎ ​নূপুরের ​ঝমঝম​!
উঠে দেখি​, ​
​ধ্যাৎ! ​এতো বৃষ্টি​! ​

কার যেন ফিসফাস​! ​
উঠে দেখি
​ধুস! এ তো বাতাস​! ​

জানো,
আজ তিন মাস হলো
চলে গেছো তুমি!
কোথায় আছো?
​কেমন আছো তুমি?

হৃদয়​ আজ হৃদয়ে নেই ​​
​বিবাগী হয়ে খুঁজছে তোমায়।
​আলো ছায়াতেও তুমি
ঝিঁঝিঁ​ পোকাতেও ​তুমি। ​​

স্মৃতিগুলো ​তোমার
শিশির বিন্দু হয়ে
কেবলই বুকের উপর ঝরছে।

​উষ্ণ প্রশ্বাস তোমার ​
বৈশাখী হয়ে
অবিরাম কড়া নাড়ছে।

চুলের সুগন্ধ তোমার
চাঁপার গন্ধ হয়ে
বাতাসে কেবল ভাসছে।

আছো। তুমি সর্ব্বত্রই আছো।
অথচ কোথাও নেই তুমি!

কারও বুকের স্পর্শ
হটাৎ আমায় ছুঁয়ে দিয়ে যায়!
প্রাণপণে তাকে জড়িয়ে ধরতে চাই.....
কিন্তু একি! এতো শূন্যতা!
এতো খাঁ খাঁ শূন্যতা!

গত রাতে স্বপ্নে
হেসে হেসে বলেছো তুমি-
বৈশাখের
পয়লা দিনেই আসবে তুমি।

বেশ, আমিও রইলাম তবে
শুখনো ​একমুঠো পাতা হয়ে।
​এবার উড়িয়ে নিও।
বৈশাখী হয়ে
আমায় উড়িয়ে ​নিও। ​

© অরুণ মাজী
Painting: John william Godward

আমায় উড়িয়ে নিও (Malobika..)
Tuesday, May 1, 2018
Topic(s) of this poem: hurt,loneliness,love,miss you,missing you
COMMENTS OF THE POEM
??????? ???? 01 May 2018

কাল বৈশাখীও হবোনা।চল, হবো আষাঢ়ের অবিরাম ঢল। কলকল সুরে , কঠিন শরীর জুড়ে বেড়াব নিশিদিন ঘুরে।।

0 0 Reply
??????? ???? 01 May 2018

বাতাস আর হবোনা । বেশ, ঝিরিঝিরি হাওয়া হয়ে উড়াব তোর কেশ। কাল বৈশাখীও হবোনা।চল, হবো আষাঢ়ের অবিরাম ঢল।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success