এসো, স্বপ্নের সাথে বাক্যালাপ করি (Malobika) Poem by Arun Maji

এসো, স্বপ্নের সাথে বাক্যালাপ করি (Malobika)

Rating: 5.0

এসো,
স্বপ্নের সাথে বাক্যালাপ করি।

এই চাঁদ, এই নদী তীর
কেবল তোমার জন্য মালবিকা।
চাঁদ নদী তীর
তোমার আগেও ছিলো।
কিন্তু তখন ওদের
এতো রূপ আর বর্ণ ছিলো না।

অথচ আজ?
কেবল তুমি আসবে বলে
নতুন সাজে সেজে আছে ওরা।

চুল কেন এলো হলো তোমার?
খোঁপাটা....
এসো, শালুকের ফুলে
খোঁপা ঢেকে দিই তোমার।

তবে কি জানো মালবিকা?
আজকাল কিছুই ভালো লাগে না আর।
স্বপ্নে মধ্যে স্বপ্ন সাজে সেজে আছো তুমি।
চোখে তোমার কুহেলিকা
ঠোঁটে তোমার আগ্নেয়গিরি
বুকে তোমার অপ্রতিরোধ্য ঔদ্ধত্য
নাভিতে তোমার
সবুজ সোনালী চিরহরিৎ শস্যক্ষেত্র।

হৃদয়ের মধ্যে স্পন্দন ধ্বনি হয়ে
সদাই বাজছো তুমি।
ইচ্ছের মধ্যে মহৎ পাপ হয়ে
উলুধ্বনি দিচ্ছো তুমি।
কল্পনার মধ্যে রামধনু হয়ে
চিরজাজ্বল্যমান তুমি।

চাঁদ তোমাকে
এতো হাঁ করে দেখে কেন?
পূর্ব জন্মে ব্যাটা
নিশ্চয়ই লম্পট কোন ধর্মগুরু ছিলো।
অবশ্য ওকে আর দোষ দিই কেন?
আমি কি আর কম লম্পট?

আসলে কি জানো মালবিকা?
তোমাকে দেখলেই
আঙুল আমার নিশপিশ করে।
সবুজ ইচ্ছে আকাশে ডানা মেলে উড়ে।
অতৃপ্ত যৌবনের হাহাকার
আর্তনাদ করে উঠে।

বাতাস তোমাকে চুমু দিলো কেন?
হারামজাদার এতো সাহস হয় কেন?
তোমার আস্করা না পেলে
হারামজাদা এতো মাথায় চড়ে কেন?
এই গোলাপ এই কুঁড়ি এই পাপড়ি
এ সবই অমল বোসের জন্য।
অথচ তোমার আস্করা পেয়ে.....

একটু ছুঁয়ে দিই তোমাকে?
একটু।
নাহঃ নাহঃ কাছাকাছি কেউ নেই।
থাকলেই বা কি?
বলি, থাকলেই বা কি?

ওহে মালবিকা
কতদিন আর অতৃপ্ত যৌবনের জ্বালায়
রগড়ে রগড়ে মরবো?

© অরুণ মাজী

এসো, স্বপ্নের সাথে বাক্যালাপ করি (Malobika)
Saturday, December 14, 2019
Topic(s) of this poem: bangla,desire,love,lust,passion
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 14 December 2019

it's beautiful poem on love and it's desire /// o dear come sit beside me let's whisper on the love this the body no infidelity it desires some ordinary some extraordinary leave all the dreamy night don't allow the conjugal fight let's to the red wine and sip for love let's to the red sun and hug, fly the dove o dear come we make true our dream not at night dark for enjoying best love come at the sunny spark

0 0 Reply
Mahtab Bangalee 14 December 2019

it's beautiful poem on love and it's desire /// o dear come sit beside me let's whisper on the love this the body no infidelity it desires some ordinary some extraordinary leave all the dreamy night don't allow the conjugal fight let's to the red wine and sip for love let's to the red sun and hug, fly the dove o dear come we make true our dream not at night dark for enjoying best love comeat the sunny spark

0 0 Reply
Sankhajit Bhattacharjee 14 December 2019

deep and sensational thinking..........full score

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success