প্রিয় দেবদাস (Priyo Devdas) Poem by Arun Maji

প্রিয় দেবদাস (Priyo Devdas)

Rating: 5.0

প্রিয় দেবদাস,
আজকাল আসো না যে?
ভালো আছো তো?
ভালো থেকেও যদি না এসো
তো জিজ্ঞেস করি
আসতে বুঝি ঘৃণা হয় তোমার?

না হয় ঘৃণা বুকেই এসো
এক পৃথিবী ঘৃণা বুকে এসো।
দেবদাস দর্শনেই যার মুক্তি
ঘৃণা তার কাছে স্বর্গ, দেবদাস!

এ পৃথিবীতে
নারী হয়ে যাদের নারীত্বে অধিকার নেই
তারাই কেবল চন্দ্রমুখী হয়।
চন্দ্রমুখীদের
আলোতে অধিকার নেই
সম্মানে অধিকার নেই
প্রেমে অধিকার নেই
পুরুষ মানুষে অধিকার নেই।

অথচ সব পুরুষ মানুষই
চন্দ্রমুখীর চন্দ্রবদন দর্শনে
তাদের চিত্ত শুদ্ধিঘটায়!

চন্দ্রমুখীকে যদি এতো ঘৃণা
তবে এসেছিলে কেন?
চন্দ্রমুখীর মধ্যে
তোমার পারোকে দেখেছিলে কেন?
পারো ভেবে
চন্দ্রমুখীকে ছুঁয়েছিলে কেন?

চন্দ্রমুখী না হলে
বাঁচতে তুমি পারো না।
তবে তাকে এতো ঘৃণা কেন তোমার
তাকে এতো ঘৃণা কেন?

না গো না
কৈফিয়ৎ আমি চাইছি না।
তোমার পারো আছে,
চন্দ্রমুখী আছে, নেশা আছে।
কিন্তু আমার কে আছে দেবদাস?
দেবদাস। শুধু দেবদাস।

তাই
একটু দেখতে ইচ্ছে করে।
আমাকে ঘৃণা করো জেনেও
তোমাকে দেখতে ইচ্ছে করে।
আসবে? একবার আসবে?

ছুঁতে তোমায় হবে না।
তোমাকে কেবল একটু দেখতে দিও।
তোমার "চন্দ্রমুখী" ডাক
একটু শুনতে দিও।

আসতে যদি না চাও
তো ভুল করে এসো।
সজ্ঞানে যদি আসতে না চাও
তো নেশাকালীন এসো।
চন্দ্রমুখী ভেবে যদি আসতে না চাও
তো পারো ভেবে এসো।

তবুও একবার এসো দেবদাস
তবুও একবার এসো।

ইতি
চন্দ্রমুখী।

(ঘুম জড়ানো অবস্থায় তাড়াহুড়ো করে লিখলাম
পরে এটাকে ভালো করে এডিট করবো)

© অরুণ মাজী
Painting: Amit Bhar

প্রিয় দেবদাস (Priyo Devdas)
Thursday, November 30, 2017
Topic(s) of this poem: passion,lust,bangla,desire,love
COMMENTS OF THE POEM
Arun Maji 01 December 2017

Thank you

0 0 Reply
Kumarmani Mahakul 30 November 2017

This is a thought provoking poem brilliantly penned.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success