*বৃষ্টি ভেজা রাত্রি (rainy night) * Poem by SAKISABRE Saki

*বৃষ্টি ভেজা রাত্রি (rainy night) *

1.
রাতের বৃষ্টি ঘুম ঘুম
চোখ এনে দিল চুম।
খেয়ে আরও চুম্মা
চোখ তুই ঘুম্মা।
হিম হিম বাতাসে
ললনা নেই পাশে।

৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯ ৯৯৯৯৯৯
2.
জঙ্গল থেকে এল বাতাস
গাছের ঘাম আর শ্বাস।
সাথে বৃষ্টির গান;
রাতের বৃষ্টি
বড় মিষ্টি;
আমার ইষ্টি।

৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩
3.
নদীর তীরে বাড়ী
হাটে ভাঙ্গে হাড়ি।
নৌকা চলে
কত কথা বলে।
রাতের বৃষ্টি তে
ছনের ঘর
চালা নড়বড়
নাম মুযাফফর!

২২২২২২২২২২২২২২ ২২২২২২২২২২২২২২২২২
4.
চিকন শব্দ
চিকন কথা;
রাতের বৃষ্টি
শীতের কাঁথা।
মা মুড়ি দাও
ভাত খেতে চায় না মন;
ছাতা নিয়ে বাইরে যেও অ বাপ ধন।

১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১
5.
গরু তোল গোয়ালে
বৃষ্টি আজ বেশ;
সন্ধে থেকেই আবছা আবছা
কুয়াশা আছে লেশ।
কি একটা ঘুম হবে আজ;
জনমের তরে যদি হয়;
তবুও ভাল
বৃষ্টি ভেজা
সপ্ন যেন হয়।

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
6.
বৃষ্টি কি এক নেশা
রাতের বেলা
হেলাফেলা
মনটা কেমন
খুঁজে আপন
হাল্কা হাওয়া
স্বর্গ পাওয়া
ঝুম ঝুম
টুম টুম
ঝুপ ঝাপ
টুপ টাপ
সর সর
ঝর ঝর
চিক চিক
ফিক ফিক
শিন শিন
ডিন ডিন
চাল চাল
ঝাল ঝাল

৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮
7.
জস্না রাতে বৃষ্টি এলো
মনের সাথী কাছে পেল
আরাম করে কথা হল
স্বপ্ন গুলু মেলল পাখা
অরে আমার মনের সখা
হিম হিমানি
গা কাপানি
পাশে এসো
গাতে ঘেঁষো
এক বালিশে
এক কাঁথাতে
হিম হিমানী
রাত কাটানি

Saturday, April 4, 2015
Topic(s) of this poem: rainy night
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success