সাল সাবিল ১০ (Sal Saabil Bangla Poem ১০ @sakisabre) Poem by SAKISABRE Saki

সাল সাবিল ১০ (Sal Saabil Bangla Poem ১০ @sakisabre)

*****বাড়ী*****(1)
“গ্রাম ছাড়া অই রাঙ্গা মাটির পথ
আমার মন ভোলায়রে”
বাড়ী মানেই গ্রাম
কি মিষ্টি নাম!
মা আছে ওখানে
শান্তি আছে সেখানে!
ছায়া সুনিবিড়
শান্তির নীড়!
ছবির মতন
করানো যতন!
আকাশ টা দেখি
কবিতা লিখি!
ঝির ঝিরে বাতাসে
ফুর ফুরে মন;
পাখ পাখালির সুরে
আদর যতন কোরে!
মাটির গন্ধ
দেয় আনন্দ!
বাঁশি বাজে
আযান শুনি
ঘণ্টা ধ্বনি!
ফুল, পাখি, আলো আর বাতাস
সুস্থ সবল আবাস!
বাড়ী, চলো তাড়া তাড়ি!

saki sabre


****আমাদের নেতা দেশের নেতা****
একটা সবুজ দেশ
দরকার ছিল একটা লাল পতাকার
একটা সবুজ দেশ
দরকার ছিল স্বাধীনতার
একটা সবুজ দেশ
দরকার ছিল গণতন্ত্রের
একটা সবুজ দেশ
দরকার ছিল সমতা ও অর্থনৈতিক মুক্তির
একটা সবুজ দেশ
দরকার ছিল সকল শোষণ থেকে মুক্তি
একটা সবুজ দেশ
দরকার ছিল নিজস্বতা
তা পেয়েছি
কে ডাক দিয়েছিলো?
অই যে ছিমছাম পাঞ্জাবী পাজামা পড়া
অই নেতা!
উনি কি?
উনি ই এজাতির পিতা
আমার নেতা জাতির নেতা
বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান
আল্লাহ তাকে জান্নাত দান ক্রুন
(আমিন)

saki sabre

****কেঁদো না কোকিল****
কু কু করে আর কেঁদো না
ও বসন্তের বার্তা বাহক;
আমি তাকে হারিয়েছি
সে কান্না আর জাগিও না ।

আবার কেন ডাক হে, কোকিল
আমি সইতে পারি না;
দুখের কথা কইতে পারিনা।

ও বসন্তের বার্তা বাহক
কেনও কর ডাকা ডাকি;
ফেরে যাই ছোট্ট বেলায়
বন্ধু ছাড়া কষ্টের এ ভেলা।

এমন মনঃ হারা দিনে
সহে কি বন্ধুবিনে
মনের কষ্ট মনেতে লুকাই!

saki sabre

****তা তা ধিন ধিন*****
পাতা পড়ে তিন তিন
নতুন পাতার এলো যে দিন
বসন্ত বুঝি এলো
নতুন সূরে টান
তা ধিন ধিন গান!

হৃদয় যে নাচে
ডালে ডালে আর গাছে
নতুন ফুলেল অতিথি
তা থৈ থৈ!

সব কিছু আজ জীবন্ত
এসেছে ভাই বসন্ত
সব কিছু তেই সাজ
বসন্ত ঋতু রাজ!

saki sabre

****বাড়ী****
'Country road take me home'
কি মিষ্টি আহা বাড়ী
কি শান্ত আহা বাড়ী
কি সুন্দর আহা বাড়ী
কি বাশি বাজে যদি দেখি বাড়ী
কি ঘুম ঘুমানো যায় যদি যাই বাড়ী
বাড়ী কত আরামের সমাহার!

saki sabre

(Edited MAY 10 2015)

Saturday, May 9, 2015
Topic(s) of this poem: spring
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SAKISABRE Saki

SAKISABRE Saki

Tangail
Close
Error Success