উড়ছে ধুলা (Urse Dhula)) Poem by DEW DROP

উড়ছে ধুলা (Urse Dhula))

উড়ছে ধুলা
Floating of Dustparticle

by - - শিশির ভেজা - - - -
- - - - - - - - - - - - - - - - - - - -

উড়ছে ধুলা
কিসের ধুলা
সিমেন্ট ধুলা
বড় জ্বালা!

উড়ছে ধুলা
কিসের ধুলা
বালির ধুলা
ঝেরে ফেলা!

উড়ছে ধুলা
কিসের ধুলা
আটা ময়দা
খাদ্য কণা
ও কিছু না!

উড়ছে ধুলা
অগ্নি লাভা
ছুটে পালা!

উড়ছে ধুলা
ঘূর্ণি ঝরে
উড়ছে ধুলা
ঝর বাতাসে
উড়ছে ধুলা মহাকাশে
তারায় তারায় ঘর্ষণে
ছাই ছুটে কি কর্ষণে?

আপন মনে
ধুলির জালে
আটকা ভুবন
ধুলিই জীবন!

উড়ছে ধুলা (Urse Dhula))
Sunday, November 13, 2016
Topic(s) of this poem: dust
COMMENTS OF THE POEM
DEW DROP

DEW DROP

Sherpur
Close
Error Success