ভাবনারা উল্টে যায় (Vabnara Ulte Zay)) Poem by DEW DROP

ভাবনারা উল্টে যায় (Vabnara Ulte Zay))

Rating: 5.0

ভাবনারা উল্টে যায়
PREDICTION GOES WRONG

by- শিশির ভেজা - - - -
- - - - - - - - - - - - - - - - - - -

মেঘ দেখে বৃষ্টি ভেবেছিলাম
ধুলি ঝড় আর বজ্রপাত
বৃষ্টি যে একফোঁটাও হোলও না
তবে কি আমার ভাবনা সব সঠিক না!
হিলারিকে হিলারাস ভেবেছিলাম
এলো যে ট্রাম্প
ভাল মন্দ যাই ঘটুক
ঘটবে
ভাল থেকে মন্দ
মন্দ থেকেই ভাল
বজ্রপাত অপছন্দনীয়
এতে আছে ভিটামিন
মাটির জন্য
ওকে মেরে ফেললাম
ভবিষ্যৎ নাফরমানির জন্য
আমি বানাই
আমি মারি
ধৈর্য আছে কি বুঝার?

ভাবনারা উল্টে যায় (Vabnara Ulte Zay))
Friday, November 11, 2016
Topic(s) of this poem: thinking ,thoughts
COMMENTS OF THE POEM
DEW DROP

DEW DROP

Sherpur
Close
Error Success