Syed Jahed Hossain

Syed Jahed Hossain Poems

এই মিছিলে অন্য কেউ নয়, আমি তুমি,
সবকিছুই স্তব্ধ আজি, শুধু সরব আমরা দু'জন,
আমাদের স্লোগানে স্লোগানে মুগ্ধ পৃথিবী।
তোমার নরম আঙ্গুলের ছোঁয়ায় প্রান ফিরে পেল
...

তোমাকে যে নামে ডাকি না কেন,
সেই নামে কবিরা কবিতা লিখেছে অনেক আগে,
শিল্পীদের গানও গাওয়াও শেষ।
শহরে আজ কবিতা উৎসব, সাথে গানের মেলা।
...

এই মিছিলে অন্য কেউ নয়, আমি তুমি,
সবকিছুই স্তব্ধ আজি, শুধু সরব আমরা দু'জন,
আমাদের স্লোগানে স্লোগানে মুগ্ধ পৃথিবী।
তোমার নরম আঙ্গুলের ছোঁয়ায় প্রান ফিরে পেল
...

তোমার নদীতে মনভরা অথৈ জলে,
বৃত্তাকার বুক ভাসছে,
কাদা মাখিয়ে লুকিয়েছ স্বপ্নের যৌবন,
পূর্ব থেকে পশ্চিমে আজ আর্দ্র আবহাওয়া,
...

তোমার আশকারা পেয়েছে আমার হস্ত যুগল
ইচ্ছে করে ঘূর্ণির মতো ধেয়ে যায় বার বার,
অন্ধের মতো হাতড়ে খুঁজি,
তুমি আমি একাকার হই,
...

ইদানিং মাটির দেয়াল আমাকে খুব কাছে টানে,
বুকের মাঝে আটকে যায় শ্বাস,
অভিমানপ্রিয় গন্ধ শুকে শুকে দিন যায়,
আমার ইচ্ছে করে, করি মাটির সাথে বসবাস।
...

তোমার দৃষ্টিসীমায় আশ্রয় পেয়েছিল আমার সুসময়,
তোমার দম্ভে প্রমত্ত লোভে,
শেষ রাতের শিশিরে মরে গেল সবুজ ঘাস,
সভ্যতার অশ্লীল সাধুসঙ্গে গীতা নিয়ে বসে আছো,
...

সংখ্যাহীন স্বপ্নের ডানার পালক ছিঁড়ে ছিঁড়ে,
তোমার প্রস্থানে ডুবে গেল খোলা নীল আকাশ,
নীল নিশ্বাসের মতই বেঁকে যাওয়া নদীর কুলে,
এখন সন্ধ্যারা গোলাপি ছায়া খুঁজে বেড়ায়।
...

Syed Jahed Hossain Biography

Syed Jahed Hossain born 21 February 1981, is a Bangladeshi author, poet and motivational speaker. He has written self help books, poetry. He is a former employee of UNDP. Hossain was born in Chittagong, Bangladesh and grew up in a village called Nanupur. He attended Nanupur Abu Sobhan High School, Government Hazi Mohammed Mohsin College in 1995.)

The Best Poem Of Syed Jahed Hossain

মিছিল হবে নীরব নীল সড়কে

এই মিছিলে অন্য কেউ নয়, আমি তুমি,
সবকিছুই স্তব্ধ আজি, শুধু সরব আমরা দু'জন,
আমাদের স্লোগানে স্লোগানে মুগ্ধ পৃথিবী।
তোমার নরম আঙ্গুলের ছোঁয়ায় প্রান ফিরে পেল
দেয়াল লিখন, ফেস্টুন, প্ল্যাকার্ড।
চিত্রে বিচিত্রে রঙ্গিন প্রজাপতি, নতুন ঋতু,
পরিচয় নেয় ভোরের সূর্য, সদ্য ফোটা ফুল।
এ বেলা ও বেলা সব বেলায়, মৌন আকাশে,
রংধনুর স্বাদে বুঝে নেবো জলকণার ভাষা।
সময়ের অসময়ের বাসনায়,
খন্ড খন্ড আলাপে, কেটে যাক কার্তিক পৌষালি প্রহর।
আমাদের মিছিলে মিটিঙে কোন্ আড়ম্বরে লুকিয়ে এক নিশ্বাসে,
সীমাহীন পথ জুড়ে অজানা অচেনায়,
জীবনের মেঠো উতসবে আগামীর স্লোগান বানাবে তুমি,
মহাকাব্যের শ্রেষ্ট শ্লোক।
হাতছানি দেয়া বিপ্লবের আলাপে, কেঁপে উঠবে আমাদের শরীর।
অসম্ভবের সব সাদা কালো, অসাধ্যের যত দুঃসাধ্য,
প্রোথিত তোমার আমার বুকে!
নীল সড়ক আজ উত্তাল করব, ভেসে যাবে সামাজিক জটিলতা,
আবারও আল্পনায় নিজেকে তোমাকে রাঙ্গাবো।
আবারো মিছিল হবে নীরব নীল সড়কে,
তোমার নীরবে কেঁপে উঠা ঠোঁটে স্লোগান হবে,
মুগ্ধ হবে তোমার আমার দেহ, শরীর, মন,
অগোছালো বিছানা-বালিশ, ঘর্মাক্ত লেপ-তোশক।

Syed Jahed Hossain Comments

Syed Jahed Hossain Popularity

Syed Jahed Hossain Popularity

Close
Error Success