Syed Jahed Hossain


সুসময় অসময়

তোমার দৃষ্টিসীমায় আশ্রয় পেয়েছিল আমার সুসময়,
তোমার দম্ভে প্রমত্ত লোভে,
শেষ রাতের শিশিরে মরে গেল সবুজ ঘাস,
সভ্যতার অশ্লীল সাধুসঙ্গে গীতা নিয়ে বসে আছো,
কোন সময় কি মনে হয়নি, তোমার দুঃসময় গুলো কেড়ে নিয়ে
আমার নীলাকাশ বিষাক্ত হয়ে গেছে।
একসময় মনে হোল তোমাকে আর পাওয়া হবে না,
কালকের পর থেকে অনিবার্য চরম আসক্তিতে,
ধরা ছোঁয়ার রন্ধ্রে রন্ধ্রে ঢেউ তুলেছে নিষ্ঠুরতা,

[Hata Bildir]