Kingshuk Banerjee

Kingshuk Banerjee Poems



নাটক চলবে, ধূমপান বাদ,
লিখতে হবে, Smoking Kills.
...

রথ টেনে নিয়ে যাই গন্তব্যে…..
উল্টো রথের দিন ওঠে ঝড়।

ফেরাতে পারিনা আর…..
...

Your benevolent breasts
Touch my soul-
The moist one,
Impoverished by pyrrhic victory.
...

পর্যাপ্ত পরিমাণ জল ছিল না,
অপেক্ষারত বালতির সারি তে
কোন একটা তে লুকিয়ে ছিল পোকা টা-
সুড়সুড়ির উৎস।
...

শোনা যাচ্ছে সিগারেট খেলে নাকি ফুটো হয় হৃদয়ে।
আর তুমি যে তীর মারো প্রতি মুহূর্তে?
তার বেলা?
তেলের শিশি ভাঙল বলে খুকুর ওপর রাগ করো?
...

ওড়না তো তোমায় ঢাকে,
আমায় ঢাকে তোমার অন্ধকার।
মানে, ছায়া টা। খারাপ ভেবনা।
...

কেমন একটা বেখেয়াল বেসামাল পদ্য লেখা।
শুরু হল একটু আগে, এগিয়ে চলেছে,
মাতাল, টালমাটাল, street dancer পদ্য।
...

ভীষণ একটা গম্ভীর মুখ তোর,
আকাশ টাকে মেঘলা কাপড় দেয়।
কেমন একটা সুস্থির বুক তোর,
ইচ্ছেগুলো পাতলা করে নেয়।
...

বৃষ্টির নিশ্ছিদ্র গুলিগালাজ,
Cupid- এর তীরের মতো
সোজা এসে পড়ে বুকে।
...

The Best Poem Of Kingshuk Banerjee

তিন রকম



নাটক চলবে, ধূমপান বাদ,
লিখতে হবে, Smoking Kills.
শিশির পড়ছে, অবসাদ খাদ,
দুর্ঘটনা, Sleeping Pills.
এবার শান্তি, মরা কান্না,
অঝোর ঝর্ণা, বেঘোর Death।
যমের রুচি, তাহার উপর,
পরিবারের- ভীষণ Faith।
সর্গ নরক, হিসেব করো,
আমার কত, যোগ্যতা।
Power যদি, আমায়ও দাও,
সূক্ষ্ম শরীর, পারবে তা।



পান থেকে চুন খসে ঠোঁট বেয়ে নামছিল।
বৃষ্টিরা প্রতিযোগিতায় জোরে নামতে গিয়ে
জল জমে গেলো বুক ভরে।
শূন্য বুকে ফিরতে চাইলে, ডাকলাম রাত্রে।
একটাই রিক্সা, আমার, ছিল পাড়ায়।
তুমি ডাক শুনে ফিরে তাকালে…
উম না, বোধয় ঘুরে তাকালে।
আছে আছে, তফাত আছে।
ফিরে আর ঘুরে তাকানোর মধ্যে
তফাত কোথায় জানো?
তফাত সংকোচের।


আমার লীলাসঙ্গিনী পথ হারাল জাহ্নবীর জলে।
সে ভাসতে জানত।
নইলে শরীর বেয়ে যেতাম কিকরে
এপার থেকে ওপারে?
আজ খাবার আনতে গিয়ে বেপাত্তা।
আজ একাই গাছের আপেল পেড়ে
খেলাম তোর কথা ভেবে।
রইল অর্ধেক। ফিরে আসিস,
যখন, আইনত মা হতে পারবি।
ততদিনে তোকে নিয়ে একটা বই যদি ছাপা হয়,
পুজো-সংখা বা বইমেলায়।
এই উপদ্বীপে, ‘ব' এর মত, তোর বুকের মত
আশ্রয়ে, এই শহরে।

Kingshuk Banerjee Comments

Kingshuk Banerjee Popularity

Kingshuk Banerjee Popularity

Close
Error Success