Real I Sation Poem by Kingshuk Banerjee

Real I Sation

পর্যাপ্ত পরিমাণ জল ছিল না,
অপেক্ষারত বালতির সারি তে
কোন একটা তে লুকিয়ে ছিল পোকা টা-
সুড়সুড়ির উৎস।
সময় মত কলে জল এলো।
বৌদি আপনি আগে সেরে নিন,
বৃষ্টি আসবে।
চোখ তুলে চাইল পোকা,
ময়ূরের কলাপ উত্তেজনায় সারা দিয়েছে।
বালতির গা বেয়ে উঠে এলো সে।
এবার তার যাত্রা হ্রদ পেরিয়ে টিলার দিকে।
তারপর মুশকিল আসান গহ্বর,
তারপর দিনের আলো পৌঁছয়নি।
অন্ধকারে হাতরে হাতরে এগোনো।
তারপর কেমন যেন আজন্মের চেনা বাড়ী।
দরজা খুল্লেই দেওয়াল তার সনাতন
ক্ষোভ উগড়ে দেয়-
বাড়ীতে মা বোন নেই?
আর ফেরা যায়না।
ফেরা যায়না বালতির রাজ্যে।
বৃষ্টির জলে বালতি ভরে গেছে।
পুলিশের খাতায় নাম উঠেছে,
No Vacancy!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success