তিন রকম Poem by Kingshuk Banerjee

তিন রকম



নাটক চলবে, ধূমপান বাদ,
লিখতে হবে, Smoking Kills.
শিশির পড়ছে, অবসাদ খাদ,
দুর্ঘটনা, Sleeping Pills.
এবার শান্তি, মরা কান্না,
অঝোর ঝর্ণা, বেঘোর Death।
যমের রুচি, তাহার উপর,
পরিবারের- ভীষণ Faith।
সর্গ নরক, হিসেব করো,
আমার কত, যোগ্যতা।
Power যদি, আমায়ও দাও,
সূক্ষ্ম শরীর, পারবে তা।



পান থেকে চুন খসে ঠোঁট বেয়ে নামছিল।
বৃষ্টিরা প্রতিযোগিতায় জোরে নামতে গিয়ে
জল জমে গেলো বুক ভরে।
শূন্য বুকে ফিরতে চাইলে, ডাকলাম রাত্রে।
একটাই রিক্সা, আমার, ছিল পাড়ায়।
তুমি ডাক শুনে ফিরে তাকালে…
উম না, বোধয় ঘুরে তাকালে।
আছে আছে, তফাত আছে।
ফিরে আর ঘুরে তাকানোর মধ্যে
তফাত কোথায় জানো?
তফাত সংকোচের।


আমার লীলাসঙ্গিনী পথ হারাল জাহ্নবীর জলে।
সে ভাসতে জানত।
নইলে শরীর বেয়ে যেতাম কিকরে
এপার থেকে ওপারে?
আজ খাবার আনতে গিয়ে বেপাত্তা।
আজ একাই গাছের আপেল পেড়ে
খেলাম তোর কথা ভেবে।
রইল অর্ধেক। ফিরে আসিস,
যখন, আইনত মা হতে পারবি।
ততদিনে তোকে নিয়ে একটা বই যদি ছাপা হয়,
পুজো-সংখা বা বইমেলায়।
এই উপদ্বীপে, ‘ব' এর মত, তোর বুকের মত
আশ্রয়ে, এই শহরে।

Friday, January 16, 2015
Topic(s) of this poem: art
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success