বঙ্গোপসুন্দরী ।। রহমান হেনরী Poem by Rahman Henry

বঙ্গোপসুন্দরী ।। রহমান হেনরী

বঙ্গোপসুন্দরী, ফেনার উঠান খুলে দাও!

ডানায়-চঞ্চুতে-নগ্নপায়ে
শাদার ওপরে এক শাদা হয়ে নাচি!
আমার সংগীতে কেউ রোদনরাগিনী শুনতে পাক;
সকলে ভাবুক, সুদর্শন মাছের তপস্বী আমি,
তোমার উঠান-ঢেউয়ে
অন্য কোনও জীবনের স্বাদ পেয়ে গেছি।

অথচ আমার চোখ বহুদূর ফেলে আসা বিষণ্ন-ডাঙায়,
হরিণীর পরিচ্ছদে যেখানে বাঘিনী তার হিংস্রতাকে
গোপনে সাজায়; সূর্যের ছদ্মবেশে রক্তপিপাসু দিন
উঠে আসে প্রত্যেকের মাথার ওপরে__
সর্বনাশের আগে কেউ যার আভাসও বোঝে না;

বঙ্গোপরূপসী, ফেনার উঠান খোলো! সেই চলচ্চিত্র আজ
গাংচিলের চক্ষু-ক্যামেরায় প্রামাণ্য ও ধৃতচিত্র হোক!

Wednesday, September 9, 2015
Topic(s) of this poem: lifestyle,politics,sea,symbolic
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success