হে মহাকাল তোমার কি সময় হবে আমায় সঙ্গ দেবার? Poem by MAHTAB BANGALEE

হে মহাকাল তোমার কি সময় হবে আমায় সঙ্গ দেবার?

Rating: 5.0

আমার সুপ্ত বাক্য যা বিনিময় হয়না
অথবা বিনিময়ের উপযুক্ত সময় আসেনা
উপযুক্ত সময়ের প্রহর গুনতে গুনতে তুমি দূর সুদূরে
তখন মনে হয় আমার মহাকালের সাথে তোমারই সখ্যতা
যেখানে আমি পরে থাকি মন্থর অতীতে
তাই আসি আর তাকাই মহাকালের সৌন্দর্য্যে
বলি - "হে মহাকাল তোমার কি সময় হবে আমায় সঙ্গ দেবার"?

Wednesday, January 31, 2018
Topic(s) of this poem: friendship,greatness,loneliness,time
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 29 August 2018

This is a beautiful poem on friendship and loneliness having touching expression. Thanks for sharing.

1 0 Reply
Akhtar Jawad 13 May 2018

Response (Being inspted by a poem of Mahtab Bangalee) To respond my words you are waiting for an appropriate time, Don't you think my words by then may loose its rime, Don't you know God lives in the heart of a lover, If heart is broken it will be an irreparable satanic crime!

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success