ওঠো জেগে ওঠো মানবতা Poem by Mir Munirul Islam Salim

ওঠো জেগে ওঠো মানবতা

বার বার শুধু একটি কথা
পড়ে যায় মোর মনে
আসলে কি আমি একটি মানুষ
বিবেক সম্পন্ন জ্ঞানে?
মানুষতো সেই করবে দাবী
যার আছে মানুষের অধিকার
বিবেক বুদ্ধি জ্ঞান সম্পন্ন হয়ে
মানুষরুপে পৃথিবীতে বাঁচিবার।
মানুষ যদি হই আমি এ ধরায়
তাহলে আসবে মানবতার প্রশ্ন
এই প্রশ্নের জবাব দিতে আমায়
হুস জ্ঞান সম্পন্ন হতে হবে তীক্ষè।
মানবতার প্রশ্নে হতে হবে আমায় সোচ্চার
দাঁড়াতে হবে আমায়, মানুষের পাশে এসে
অর্থাভাবে অনাহারে যাদের, কাটছে দিন
খবর নিতে হবে, তাদের অনায়াসে ।
অর্থের অভাবে বিনা চিকিৎসায় যারা
বিছানায় পড়ে ধুকে ধুকে মরছে
অন্ন বস্ত্র বাসস্থানহীন, কতো মানুষ আজ
বাঁচার জন্য মানবতার কাছে, আহাজারী করছে।
অন্যায় অবিচার জুলুম ত্রাসের শিকার হয়ে
কতো মানুষ আজ, দীর্ঘশ্বাস ফেলছে
ছয়শ কোটি মানুষের, বিশ্ব মাঝে আজ
কতো মানুষ মানবতার দ্বারে দ্বারে, মাথা ঠুকে মরছে।
ফুটপাথ, রেলষ্টেশন, রেল লাইনের পাশে
রাস্তাঘাট পাহাড়ের পাদদেশে, ডাস্টবিনের কাছে
রোগে শোকে ধুকে, ক্ষুধায় যন্ত্রনায় কাতর হয়ে
কতো মানুষ মানবতার দ্বারে, চিৎকার করে করে মরছে।
বিশ্বজুড়ে চলেছে আজ কেবল, ডলারের প্রতিযোগিতা
কে কতো টাকার পাহাড় গড়তে পারে
কার কতো বেশি ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি গাড়ি হবে
মানুষ মানবতার কি বা যায় আসে আজ, কে বা খুঁজে তারে?
রাষ্ট্রে রাষ্ট্রে কতো ছেলে মেয়ে, অভাবে অর্থাভাবে
পারছে না আশানুরূপ, লেখা পড়ার লক্ষ্যে পৌছাতে
কতো অসহায় দরিদ্র, বিবাহযোগ্য নারী
পারছে না পছন্দের, সুখের সংসার গড়তে।
মা বাবার দায় মুক্ত হতে, কতো না তরুণী যুবতী
গলায় ফাঁস দিয়ে আর বিষ পানে, দিচ্ছে আত্মাহুতি
কতো ছেলে মেয়ে শিক্ষা জীবনের লক্ষ্যে, পৌঁছাতে না পেরে
অভাবের তাড়নায় আজ ঘটাচ্ছে, জীবনের পরিসমাপ্তি।
লেখা পড়া শেষে চাকুরীর আশায়, কতো না স্বপ্ন নিয়ে বুকে
লক্ষ লক্ষ প্রার্থী আজ, মরছে ধুকে ধুকে
বেকারত্বের অভিসাপের বোঁঝা বইতে না পেরে, কতো না উজ্জল ভবিষ্যৎ
অন্যায় পথে পা বাড়িয়ে, ধাবিতো হচ্ছে অসত্যের দিকে।
ধর্ষিতা হয়ে কতো নারী আজ, মানবতার দ্বারে মাথা ঠুকছে
যৌতুকের নির্মম শিকার হয়ে, কতো অসহায় নারী
বিচার চাই বিচার চাই বলে, চিৎকার করছে
বাল্য বিবাহের রোষানলে পড়ে, কতো শিশু কিশোরী, কোরবানীর শিকার হচ্ছে।
শিশু কিশোরেরা হচ্ছে আজ, শিশু শ্রম নামক যাঁতাকলের শিকার
শিশু পাচার আর নির্যাতনের কথা, কতো বলিবো আর
নেই কোনো প্রতিকার, বিশ্ব মাঝে আজ
আছে সবে ব্যস্ত যে যার স্বার্থ নিয়ে, এসব ভাববার কি দরকার?
নিত্য নতুন মারণাস্ত্র বানাতে, সবাই আজ মহাব্যস্ত
যুদ্ধ বিগ্রহ লাগিয়ে আজ, অস্ত্র বিক্রিতে সবে ন্যাস্ত
রাষ্ট্রে রাষ্ট্রে নিরপরাধ মানুষ হোক না, জানমাল ইজ্জত সম্পদ হারা
তাতে কিবা যায় আসে কার, জুলুমের হাত যে বড় শক্ত।
বৃহৎ রাষ্ট্রগুলো আজ, ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে
আপন কব্জায় রেখে, অংশ দাবী করতে চাইছে তাকে
কতো না কর্তৃত্ত কাটাচ্ছে, অহরহঃ তারা
মানবতা আজ বিশ্ব ব্রহ্মান্ডে, পড়েছে বড়ই বিপাকে।
হায় মানবতা! তোমার প্রতি চেয়ে রয়, বিশ্বের নির্যাতিত অসহায় মানুষগুলো
আফসোস! পারো নাকো তুমি, এই দুর্বল মানুষ গুলোর জন্যে কিছু করতে
পারোনাকো সহানুভুতি নিয়ে, এদের পাশে এসে দাঁড়াতে
দিবো নাকো আর এসব হতে বলে, পারোনাকো কঠিন হস্তে দমন করতে।
মানবতা! হাত পা গুটিয়ে চুপটি করে বসে থাকার, সময় নেইকো আর
ওঠো জেগে ওঠো! মাথা উঁচু করে, বিশ্ব জুড়ে দাঁড়াও এবার
চেয়ে দেখো, তোমার বুকে কতো, অন্যায় অবিচার জুলুম ত্রাসের আর্তনাদ
বন্ধ করো! বন্ধ করো এসব! থেকো নাকো চেয়ে আর নির্বিকার ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success