Mir Munirul Islam Salim

Mir Munirul Islam Salim Poems

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইসলামি গজল
মীর মুনিরুল ইসলাম সেলিম
...

বিশ্ব বিবেক জাগ্রত হও, দেখো ফিলিস্তিনের বুকে আজ
ফিলিস্তিনি নিধনে ইজ্রায়েলী আগ্রাসনের, পরে গেছে কেমন সাজ সাজ।
পাশবিক উন্মাদনায় মত্ত হয়ে, ঝাঁপিয়ে পড়েছে ফিলিস্তিনের উপর
নরপিশাচ যত হিংস্র দানব, ঐ ইজ্রায়েলী ইহুদী বর্বর।
...

মানবতা আজ এতীমের বেশে, কাঁদিছে মানুষের দ্বারা
হৃদয়হীনতা যত নিষ্ঠুরতা, নিচ্ছে যেন সব আজ কেড়ে।
মানুষে মানুষে নেই ভালোবাসা, নেই আজ সেই মমতা
কারনে অকারনে তাইতো আজিকে, বেড়ে গেছে যত হিংস্রতা।
...

Once a day I see
A little beggar
Shouting! I am hungry!
Please give me food brother.
...

One two three
Live me alone free.

Four five six
...

বার বার শুধু একটি কথা
পড়ে যায় মোর মনে
আসলে কি আমি একটি মানুষ
বিবেক সম্পন্ন জ্ঞানে?
...

আবার জ্বলে উঠেছে আগুন, স্বাধীনতাকামী ফিলিস্তিন গাজায়
এ কেমন প্রতিশোধ প্রতিহিংসা, নিষ্ঠুর নির্মম বর্বরতা হায়!
আর কত? কত আর এমনি করে, হতে হবে নিষ্ঠুর শিকার
স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগন, কবে পাবে তাদের আত্ম অধিকার?
...

ও গো আল্লাহ্ দয়াময়, রহিম রহমান প্রভু মহান
রহম কর আল্লাহ্ ক্ষমা কর মোদেরে, মোরা যে গুনাহ্গার মুসলমান।
তোমার হাবীবের গুনাহ্গার উম্মত আজি, ভয়ে আতঙ্কে কম্পমান
আখেরী জমানায় বড় অসহায়, বাঁচানো কঠিন হয়েছে মোদের ঈমান।
...

স্বাধীনতা আমার রঙ্গিন স্বপ্ন
বীর বাঙ্গালী তরঙ্গ উত্তাল
স্বাধীনতা আমার লাখো সাধনার
দিগ্বিজয়ী হাল।
...

ছয়শত কোটি মানুষের বসবাসের স্থান, সু বিশাল ধরণী
মহান স্রষ্টার সুন্দরতম সৃষ্টির, সৌন্দর্য বুঝি এমনি।
মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান, সকল ধর্মের মানুষের স্থান
প্রত্যেকের তরে আজি, দিতে হবে তার যোগ্য সম্মান।
...

মুসলিম বিশ্বের নীলাকাশে জ্বলছিল, উজ্জ্বল এক নক্ষত্র
চিনতো তাঁকে সবে বিশ্বমন্ডলে, পরিচিত ছিল সর্বত্র।
সহসা এক রাক্ষসী ঝড় এসে, কোথা থেকে কি হয়ে গেলো
প্রজ্জ্বলিত সেই নক্ষত্র হঠাৎ, চিরতওে ছিট্কে পড়লো।
...

সীমার! এতো বড় দুঃসাহস তোর, কি কওে হয়েছিলো
ইমাম হোসেনের পবিত্র গ্রীবায়, কিভাবে তোর খঞ্জর চলেছিলো
কি নিষ্ঠুর নির্মম বর্বর পিশাচ, হার্মাদ হাইওয়ান তুই সীমার
হস্তে ধৃত তীক্ষ্ম খঞ্জর তোর, কাঁপেনিকো ভুলেও একবার?
...

মা! মাগো! গর্ভধারীনী জননী আমার
তব সাথে দেখা হবে নাকো কভু, এ ধরণীতে আর।
শিশুকালে কতনা দুগ্ধ করেছি পান, মাগো আমি যে তোমার
আদর সোহাগে স্নেহ মমতায় ঢেকে, রেখেছিলে কতনা করে আপনার।
...

ত্রাহি ত্রাহি আজ উঠেছে রব
মানুষ বাঁচিবে কেমনে
নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের
অগ্নি মূল্যের দাহনে।
...

শোন নবী ইব্রাহীম
শোন আদেশ বাণী
কর কর কোরবাণী
নয়ণের মণি।।
...

মুর্হরমের দশ তারিখে, কি ঘটিলো ঘটনা
দু'চোখ ফেটে আসে অশ্র', প্রাণে যে আর সহেনা।।
কুফার পথে রওয়ানা হয়ে, পথ হারিয়ে কারবালায়
শাহাদাতের স্বাদ মেটাতে, কারবালা হয় ঠিকানা।।
...

মানুষের কবি, সাম্যের কবি, মানবতার কবি, বিদ্রোহী কবি নজরুল
স্বদেশ প্রেমিক দুরন্ত চঞ্চল নির্ভিক, জাতীয় কবি নজরুল।
ব্রিটিশ বিরোধী স্বদেশী লড়াইয়ে, দুঃসাহসী দুর্জয় এক সৈনিক
স্বাধীনতার এক আতœপ্রত্যয়ী অগ্নি শিখা, জ্বলে উঠেছিল দিগ্বিদিক।
...

ঐ ধেয়ে আসে মহা প্রলয়ের, ভীম গর্জন জলোচ্ছ্বাস
মুসলিম খুনে টগবগে ঝড়, উদ্ধত পাপীর করিতে নাশ।
কোরআনের অপমান, হাদীসেরে করে ঘৃণা, কে সে পাপীষ্ঠ নাফরমান
সৃষ্টির মূল মুহাম্মদ (সঃ) এর আজ, কে করিস ওরে মিথ্যে বয়ান?
...

বিশ্ববাসী মুসলমান-
উঠোরে জেগে নিদ্রা ছেড়ে, বিশ্ববাসী মুসলমান
চেয়ে দেখো আজ দুর্যোগে ঘেরা, ফিলিস্তিন লেবানন।
টিভি বেতার আর কাগজের পাতায়, ভাসিয়া উঠিছে করুণ সুর
...

জাগো মুসলমান জাগো
বিশ্বা মুসলমান জাগো
নীরবতা আর অলসতা ঝেড়ে
জেগে ওঠো সব জাগো।
...

Mir Munirul Islam Salim Biography

A four-decade long study of the literature I've been forty years. Rhyme, poetry, stories, novels, plays, essays, articles, songs, etc. He has red-handed hamda and I'm coming down.Dhaka-Chittagong various daily and weekly newspapers from time to time on various topics to write about is the face.Mulch on the reform of the country and the society section of the paper published in the daily newspaper.National organization of young children's toy room and the room Lily buds branch of literature, I learned gifted person editor responsible for gathering the various programs and opportunities that I write poetry recital and visitors to the audience before the samadrita.Bangladesh Betar at the center of the campaign is about phulakalidera room. Poetry recitation competition of the district and thana level of prasiksane competitor is able to bring care to respect the rights of 1st place.Plays about 'terrorism' in 1984 when the Muslim, Drama 'by mock' textile mill was established in 1987 and Jalil young child trafficking, child labor and violence against children continues to play mukhara we jegechi '.The Feroz Shah Colony 004 paharatali lonesome in the group stage drama is mancastha.30 (thirty) has just scratched with a book - who started dakabo 'manuscript Upcoming counting the days.The lack of cooperation and composition granthai I could not have been published. Currently I am responsible for the national literary and cultural studies at the center of the Chairman.I Motor Parts is currently working in a shop in occupations career.)

The Best Poem Of Mir Munirul Islam Salim

ইসলামি গজল ISLAMIC GAZAL

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইসলামি গজল
মীর মুনিরুল ইসলাম সেলিম

লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মদ রসুল (সঃ)
এই কলেমার জিকির সদা
কর হৃদয় বুলবুল ।।

এই কলেমায় আল্লাহ্ রসুল
এই কলেমা সৃষ্টিরই মূল
তোর ঠিকানায় পৌঁছে দিবে
হবে না পথ ভূল।।

এই কলেমার প্রেম সাগরে
পারিস যদি ডুবতে ওরে
ক্বলব জীন্দা হয়ে যাবে
ফুটরেরে নূরাণী ফুল।।

মরণের কঠিন কালে
পারিস যদি জপতে দিলে
আসান হবে মরণ কষ্ট
পাবিরে তুই কুল।।

এই কলেমা দো জাহানে
ত্বরাবে তোর কঠিন দিনে
কবর হাশর মিজান পুলসিরাতে
হবে পারের মূল।।


হামদ্
মীর মুনিরুল ইসলাম সেলিম

লা তাখনাতু মির রাহ্মাতিল্লাহ্
পাক কোরআনে বলেছো আল্লাহ্
নিরাশ হবে না বান্দা কভু
রহমত হতে তোমার ।।

রহমত আশে এই গুনাহ্ গার
হাত তুলেছে দরবারে
দাও ঢেলে দাও রহম তোমার
ঝরুক আজি অঝোরে।
হতে পারি অধম আমি
তবু যে বান্দা তোমার।।

আমার মনের সকল আশা
রবে কি আজ আঁধারে
তোমার মতো আল্লাহ্ পেয়ে
যাবো আমি কার দ্বারে।
সকল ভুলের ক্ষমা করে
কর আমায় উদ্ধার।।

হামদ্
মীর মুনিরুল ইসলাম সেলিম
গুনাহ্ গার বান্দা আমরা তোমার
গুনাহ্তো করবোই মোরা
গুনাহ্ যদি না করি আমরা
ক্ষমা চাইবে তবে কারা ।।

তুমিতো আল্লাহ্ দয়ার সাগর
রহমতের ভাবে থাকো বিভোর
রাহমানির রাহিম নামটি তোমার
ক্ষমা করে করবে উদ্ধার।
কে আছে আর মোদের আল্লাহ্
বান্দা যে তোমার ওগো আমরা।।

সকল আশা পূর্ণ হবে
বান্দা তোমার ক্ষমা পাবে
প্রশংসা গুন গাইবে তোমার
দুঃখ মনে রবে না আর।
তোমার দয়া ক্ষমা পেয়ে
ধন্য হবো বান্দা আমরা।।

হামদ্
মীর মুনিরুল ইসলাম সেলিম

ওগো পাক পরওয়ার দেগার
দয়াল মাবুদ আল্লাহ্ আমার
আশায় আশায় রইবো কতো
নিরব রবে কতো আর।।

সকাল সন্ধ্যা রাত্রি দিন
প্রহর গুনি প্রতিদিন
এই বুঝি সুখের আলো
হাসি মুখে দেখা দিলো।
কপালের ফের গেলো মুছে
কাটলো বুঝি দুঃখের আঁধার।।

এবার একটু দয়া করে
দেখো ক্ষানিক প্রভু ফিরে
দেখবে বান্দার এই অন্তরে
জ্বলছে আগুন কেমন করে ।
ডুকরে ডুকরে কাঁদছে শুধু
কতো নিবে পরীক্ষা তার।।






হামদ্
মীর মুনিরুল ইসলাম সেলিম

আমি আল্লাহ্র বান্দা
কেমন আল্লাহ্
সর্ব শক্তিমান তিনি
লা শারীক আল্লাহ্।।

ক্বুন শব্দের মহিমাতে
করেছেন সৃজন
সারা জাহান এক পলকে
করেছেন ভ্রমণ।
মানুষ ও জ্বীন সৃষ্টি কওে
বললেন করো জিকির ইল্লাল্লাহ্ ।।

এই দুনিয়া আবার তিনি
করবেন ধ্বংস সাধন
মাটির কবর হতে মানুষ
করবেন উত্তোলন।
হাশরের ময়দানে সবার
করবেন বিচার আল্লাহ।।

উর্দু গান
মীর মুনিরুল ইসলাম সেলিম

এতনা বড়া দুনিয়ামে
ক্যেইসে সমঝেগা হাম একেলা
সব কুস হায় সব জাগামে
ইয়েতো নেহি দেখরা পহে লা।।

শান শওকত আওর জৌলুসমে
ডুব গিয়া সারে জাঁহা
ইনসানিয়াত আওর মুহাব্বত
রো রাহা হায় সারা বেলা।্

মুসিবতমে গিরকে ইনসান
পাগল বনকার ঘুমরাহা
ক্যেইসে মিটেগা বাল বাচ্চাকা
ভুখা নাঙ্গা পেটকা জ্বালা।।

উর্দু হামদ্
মীর মুনিরুল ইসলাম সেলিম

হামতো গুনাহ্ গার বান্দা তুমারা
দুসরা কই নেই মাবুদ হামারা
তুমতো মেরা আল্লাহ্ মেহেরবান
আঁখুমে রোলাকার তুমকো বোলারা।।

মেরা দিল্কা হাযত পুরা কর দোও
হার মুসিবতসে মুঝে বাঁচা লোও
নবীকা কিস্তিমে হামকো উঠা লোও
রওশন কর দোও মেরা আঁধিরা।।

আপনা কুদরতসে হামকো বানায়া
মুহাম্মদ (সঃ) নূর মে মুঝে ছুপায়া
ক্যেইসে জ্বলে গা আল্লাহ্ দোযখ মে
নবীকা উম্মত ইয়ে বেচারা ॥

উর্দু হামদ্
মীর মুনিরুল ইসলাম সেলিম
হাম আল্লাহ্ ওয়ালা হোনে চাহ্তা
মাওলা আলীকা দীদার মাঙতা
হার মুসিবতসে বাঁচানে কা
দেখা দে মুঝে আস্লি রাস্তা।।

দীল মে মেরা ময়লা গান্ধা
হামেশা হাম রাহ্তা আন্ধা
মাওলা আলী কাহ্তে কাহ্তে
গান্ধা সাফা করনে চাহ্তা।।

চৌদা মাসুমকো দেখা দোওনা
পাক পাঞ্জাতনে কা করদোও আয়না
আহ্লে বায়াতকা মুহাব্বত মে
হার হামেশা ডুবনে চাহ্তা।।

উর্দু নাতে রসুল
মীর মুনিরুল ইসলাম সেলিম

দরুদ পড় বেশী করে
মোমিন মুসলমান
এই দরুদে হবে রে তোর
সকল সমাধান।।
দরুদ পড়ে আসমানে
আল্লাহ্ ও ফেরেশতা গণে
সৃষ্টি যত দরুদ রতঃ
পড় মোমিন অবিরত।
এই দরুদের বরকতে হায়
বাড়বে রে সম্মান।।

হারাম হবে জাহান্নাম
পূর্ণ হবে মনস্কাম
সুপারিশ নসীব হবে
বেহেস্তের দেখা পাবে।
নবীর সম্মানে সেদিন
সহায় হবেন আল্লাহ্ মহান।।

নাতে রসুল
মীর মুনিরুল ইসলাম সেলিম

পেয়ারা নবী হামারা
মুহাম্মদ রসুল(সঃ)
হাশর কি ময়দান মে
শাফায়াত কি মূল।্।

আখেরী জামানা মে
গুনাহ্ কি দরিয়া মে
ডুবে হায় হামে
সারে জীন্দেগী মে ভুল।।

ক্যেইসে বাঁচায়েঙ্গে ঈমান হামারা
ক্যেইসে পৌঁছেঙ্গে কিস্তিকা কিনারা
গুনাহ্গার উম্মত হাম পেয়ারা নবী কা
বাঁচা লেগা মুঝে পেয়ারা রসুল।।

Mir Munirul Islam Salim Comments

Mir Munirul Islam Salim Popularity

Mir Munirul Islam Salim Popularity

Close
Error Success