নিয়ামতের শুক্রিয়াও কি ইবাদত? Poem by Rhymer Rhymer

নিয়ামতের শুক্রিয়াও কি ইবাদত?

ইন্সাআনের শরীরে আছে অনেক জাহের ও াতেনি নিয়ামত
হাত, পা, চোখ, কান, নাক, জিহবা, বুদ্ধি এসব কি অস্বীকার করা যাবে?
চোখ কি একটা ওবাক করা নিয়ামত নয়?
এর শুক্রিয়া আদায় না করলে কঠোর শাস্তি আছে
শুধু চোখ কেন সকল নিয়ামতের ই শুক্রিয়া আছে
সকল নিয়ামত কে আল্লাহর হুকুম মতো কাজে লাগানই তো শুক্রিয়া
শুক্রিয়া এক প্রকার ইবাদত
আর ইবাদতও এক প্রকার শুক্রিয়া
তামাম আসমান জমিন মানুষের বেবহারের জন্য আল্লাহ ঢেলে দিয়েছেন
এইসকল নিয়ামত আর কুদ্রত মানুষের দিল বিগলিত করার জন্য
তবে শুক্রিয়া করবে না?
আল্লাহর পেয়ারা বান্দারা তাই বলেঃ
"আল্লাহ তুমি এসব ইছক পয়দা করনি।তুমি আমাদের কেও দোজখের আগুনে জালিওনা"

Monday, October 7, 2019
Topic(s) of this poem: grateful
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success