আপনিতো নিজেই কথা রাখেননি Poem by Malay Roy Choudhury

আপনিতো নিজেই কথা রাখেননি

আপনি তো নিজেই কথা রাখেননি
কেনই বা রাখবে অন্য লোকে কথা? যখন আপনি নিজেই
দেয়া কথা রাখতে লজ্জাও পান না? ভুলে গেলেন নাকি?
তাহলে মনে করিয়ে দিই । ‘কৃত্তিবাস' পত্রিকার পঞ্চদশ সংকলনে
লিখেছিলেন: "পুরস্কার পায় কারা? যারা তথাকথিত
জীবনে নিরুদ্বেগ; যাদের অর্থসম্পদ আর প্রতিভা যথাক্রমে
প্রচুর আছে আর সামান্যতম নেই । এবং যাদের হাত
সবসময়েই অপরের পদধূলি নিয়ে-নিয়ে নোংরা হয়ে থাকে ।
পুরস্কার একমাত্র নেওয়া সম্ভব ঈশ্বর অথবা শয়তানের
হাত থেকে ।"
কী দাঁড়ালো ব্যাপারটা তাহলে? নিজেই ঈশ্বর আর শয়তানের
ডবল ভূমিকায় নেমে বিলোলেন নোংরা পদধূলি । কাদের বলুন তো?
সেই সব কাকতাড়ুয়া লোকেদের যারা বউয়ের বিছানায়
কচিখুকিদের ফুসলিয়ে দুপুরে আমোদরস ফ্যালে!
আর আপনার মোহাসেবদল? ল্যাংপেঙে পৌরকর্মী
উঠতে-বসতে প্রতিষ্ঠানবিরোধিতার বাকতাল্লা ঝেড়ে ঢুকে গেল
‘আজকাল' পত্রিকায়, তারপর বুদ্ধ ভটচাজের ল্যাঙবোট -
পুরস্কার পাবার ধান্ধায় । অন্যজন তিন বছর প্রেমিকাকে
আশ্বাস দিয়ে দায়িত্ব পাবার ভয়ে পালালো কলকাতা, আর, হ্যাঁ,
চাকরিসহ পুরস্কারও পেলো ।
বুড়ো হয়ে বুঝতে পারি শয়তান বা ঈশ্বর বলে কিছু নেই।
সবই আপনার মতো লোকেদের তামাশা-বাজানো ডুগডুগি
যারা নিজেরা কথা রাখতে ভুলে গিয়ে অন্যদের দোষ খুঁজে পায় ।

আপনিতো নিজেই কথা রাখেননি
Sunday, August 30, 2020
Topic(s) of this poem: satire
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success