সৃষ্টির ইতিহাসের রোমান্টিসিজম Poem by Musfiq us shaleheen

সৃষ্টির ইতিহাসের রোমান্টিসিজম

....
ভালোবাসার কণা নেবুলার মতো
প্রসারিত মহাবিশ্বের হৃদয়
একটা মহাকালের মহাকাশ
হিলিয়াম থেকে অক্সিজেন
যেন বিষক্রিয়ার অন্তোষ্টিক্রিয়া
আবার প্রসারিত আকাশ
সংকুচিত হয় কৃষ্ণগহ্বররে
আকর্ষণে টেনে নেয় অব্যাক্ত অনুভূতি

সেখানে জলরাশিতে ডিএনএ বাসা বাধে
প্রজননে
বিবর্তনে বেরিয়ে আসে
প্রাণ, পৃথিবী ও হৃদয়ের রসায়ণ
সকালের শিশিরের মতো
ঘাসের উপর ভালোবাসার নিদর্শন
ফোটায় ফোটায় জমা হয় পাত্রে
তৈরী হয় পৃথিবী
এই জনপদ
যেখানে হেটে গেছে আমার পূর্বপুরুষ
হোক সে কাপুরুষ
অথবা বীরপুরুষ
হোক সে কৃষনাঙ্গ অথবা শ্বেতাঙ্গ
থাকুক তার হাতে লাল অথবা হলুদ ফুল
সেইতো আমার হৃদয়ে এনে দিয়েছিল
হলুদ দিনে লাল কৃষ্ণচূড়া

তোমার ডাইনোসরের মতো ভালোবাসা
মরে পরে আছে ওই মহাকালের পাত্রে
মাঝে মাঝে বড় বড় ফসিল হয়ে দেখা দেয়
তাদের হাড় গোড় জমা করলে
ভালোবাসার অস্তিত্ব ফুটে উঠে
শত কোটি বছরের প্রেম কখনো
কালো পাথরের উপরে একটা পদচিহ্ন
আর কয়লা হয়ে জমে গেছে হৃদয়ে
যা আজ শুধুই ইতিহাসের জ্বালানি
কিন্তু কখনো কখনো
হীরার মতো জ্বল জ্বল করে
শ্বাশত প্রেমকে শুকতারার
কথা মনে করিয়ে দেয়
......
মুশফিক উস সালেহীন

Sunday, July 24, 2016
Topic(s) of this poem: love,nature,romantic,science,time,history,life,cosmology,earth
POET'S NOTES ABOUT THE POEM
সৃষ্টির ইতিহাসের রোমান্টিসিজম..........
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Musfiq us shaleheen

Musfiq us shaleheen

Khulna, Bangladesh
Close
Error Success