সফর Poem by Madhabi Banerjee

সফর

সফরে এসেছি কদিন হ'ল
নির্দ্দিষ্ট সময়ের জন্য
হাতে আছে কিছু কাজ
সাথে আছে কয়েকজন সাথী।
কেউ কেউ থাকার ঘরটাকে আপন করেই নেয়
ভাবখানা এঘরটাকে ছেড়ে যাবে না কোথাও কোনোদিন।
ভুলেই যায় কয়েক ঘন্টার জন্য এখানে আসা
কারো চাই ঘরে একটি আয়না
কারো চাই ঘরে একটি টেবিল চেয়ার
কারো চাই ঘরটা হবে দক্ষিনের বারান্দা
কেউ বা রাগী কেউ বা ত্যাগী
কেউ বা কথকি কেউ বা মিতবাক
কেউ বা অভিজ্ঞ কেউ বা নবিস
এমনই সব ভ্রমণসাথীদের নিয়ে কাটালাম দিনগুলো
চারিধারের দৃশ্যপটও মন টানে, মনকে অভিভূত করে
ছেড়ে যেতে তো ইচ্ছেই করছে না
কিন্তু চুক্তিমত এ ঘর এ স্থানটাকে তো ছেড়ে যেতেই হবে
ওদিকে যে ঘরেরও টান….

Wednesday, July 27, 2016
Topic(s) of this poem: travel
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success