অনন্ত Poem by Piew Dutta

অনন্ত

আজ কয়েক দিন হল               
তুমি লুকায়ে ঘুরে ফেরো       
আমার রাত্রির উপত্যকায়    
সেদিন তুমি উঠে এলে             
মহা সমদ্রের তীরে            
তোমার ভেজা শরীর            
মায়ের চুম্বনের মতন শীতল         
ঘর ছাড়া উল্কার কাছে           
মাটির আকর্ষণ যেমন                
ঘুমের হিংসুটে আদরের মতন সে অতলে                               
সমস্ত শরীর দিয়ে ভেসে যেতে চায়
মধ্যরাতের চাঁদ   ৷<br>
                 <br>
তুমি ঝড়ের মেঘের মতন আগোছালো<br>
হঠাৎ দমকা ইচ্ছের ঝাপটায়<br>
অস্থির পায়ে কাছে এলে<r>
আরো কাছে <br>
শোষণ করলে যেন     <br>
বুনো ফুলের যৌবন<br>
সামাণ্য ফুল<br>
তবু সর্বনাশা আশ<br>
শিশিরে ভাসলো শেষমেস<br>
তুমি তখন জোনাকির ইঙ্গিতে....<br>
<br>
বড় সাহসী তুমি<br>
আচমকা তীব্র আদর পায়ে পায়ে<br>
অসাড় করেছ<br>
কিশোরী তৃণের উচ্ছাস<br>
এলোমেলো ছুয়ে দিলে        <br>
ফুল-পাতা-গাছ<br>
ঝুলন্ত লতার বুক<br>
আমার আত্মার গোপনাঙ্গ! <br>
<br>
তুমি তাকালে তাই<br>
অর্থহীন সবুজে ফুটে উঠল<br>
মায়ার আবীর<br>
প্রাণ পেল নির্জীব                <br>
আর আমি হলাম চিরন্তণ, <br>
কবি! তোমার ভাবনায় ৷<br>
<br>
 কী চাও কবি প্রিয়তমার ঠোঁটে? <br>
 তোমার হাহাকার<br>
 আমি শুনেছি আমার গর্ভে    <br>
 ডুকরে ডুকরে কাঁদে ৷<br>
<br>
আমি তবু ভালোবাসি আলোর সীমানায়                              যতদিন অদৃষ্ট ভোলায় ৷

Wednesday, March 1, 2017
Topic(s) of this poem: love and dreams
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success