আজকাল স্বপ্নগুলো Poem by Asrafull Kabir

আজকাল স্বপ্নগুলো

আজকাল স্বপ্নগুলোও টিভি চ্যানেল এর মত বেঈমানী শুরু করেছে
পাহাড়ী কোন ফুল গুজে
কপালে লাল টিপ,
কপোলে তিলক,
পরনে নীল বুটিদার শাড়ী!
যে মেয়েটি রোজ রাতে
শিয়রে হাজির হত-
সেই আজকাল
পন্যল মডেল সেজে অর্ধনগ্ন শরীর দেখিয়ে যাচ্ছে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success