পৃথিবীটা সুন্দর Poem by Madhabi Banerjee

পৃথিবীটা সুন্দর

পৃথিবীটা সুন্দর ।মাধবী বন্দ্যোপাধ্যায়

সামনের ঘর
আমি এক আরাম কেদারায় বসে
পৃথিবীটা একটা জানালার ফ্রেমে
সামনে একটি পেয়ারা গাছ
বামদিকে একসারিতে চারটে নারকেল গাছ
ডানদিকে সোজা একটি বড় আম গাছ
আমগাছটায় হলুদ রং-এর মুকুলে ছেয়ে গেছে
কংক্রীটের বাড়িগুলো
জ্বল জ্বলে সূর্যের নিচে
নীল আকাশ।
আমগাছটিতে কাঠবড়ালীগুলো
লুকোচুরি খেলছে
পেয়ারাগাছে টুনটুনি পাখিটি
টুই টা টুই করে খুব
ব্যস্ত ভাব জানাচ্ছে
ল্যাম্পপোষ্টের তারে একটি কাক উড়ে এসে বসল
এক চোখ বন্ধ করে
একবার বা-দিকে
আর একবার ডানদিকে তাকাল
তারপর কা কা করে উড়ে গেল।
চঞ্চল মনুষ্য মুখ
এদিকে ওদিকে
অনিয়মিত ভাবে ছুটছে।
এদিক থেকে দেখলে
পৃথিবীটা সুন্দর।।

Wednesday, February 26, 2020
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 26 February 2020

এদিক থেকে দেখলে পৃথিবীটা সুন্দর।।...This is a very wonderful poem brilliantly penned. Thank you very much for sharing this.

1 0 Reply
Madhabi Banerjee 27 February 2020

thank you so much for your word of appreciation

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success