আমার তুই কাব্য হবি? Poem by Arun Maji

আমার তুই কাব্য হবি?

Rating: 5.0

আমার তুই কাব্য হবি?
হৃদয় ছেঁড়া শব্দে তুই
সাদা পাতা ভাসিয়ে দিবি।
রোদ ঝলমল হাসিতে তুই
শূণ্য পাতা ভরে দিবি।
বল, তুই আমার
স্বপ্ন আঁকার রঙ হবি!

আমার তুই কাব্য হবি?
কষ্ট বুকে স্রষ্টা হবি
নষ্ট চোখে স্বপ্ন হবি।
কথা হবি। গাথা হবি।
ছন্দ হবি। তাল হবি।
বল, তুই আমার
অনেক অনেক ব্যথা হবি।

আমার তুই কাব্য হবি?
কাঁকন ধ্বনির সুর হবি।
হলুদ নাভির লয় হবি।
ঝর্ণা দেশের আবেগ হবি।
আলতা পায়ের ছন্দ হবি।
বল, তুই আমার
কষ্ট বুকের সৃষ্টি হবি!

আমার তুই কাব্য হবি?
কৃষ্ণ চূড়ার রঙ হবি।
বসন্ত দিনে কোকিল হবি।
দূর্বা ঘাসে শিশির হবি।
ভেজা মেঘে রঙ হবি।
বল, তুই আমার
বিনিদ্র রাতে অশ্রু হবি!

আমার তুই কাব্য হবি?
রাঙা ঠোঁটে মৃত্যু হবি।
টোল গালে আগুন হবি।
উঁচু বুকে পাহাড় হবি।
হরিণ চোখে মায়া হবি।
বল, তুই আমার
মৃত্যু দেশের স্বপ্ন হবি!

বল না। একবার বল
আমার তুই কাব্য হবি?

© অরুণ মাজী
Painting: Hemen Mazumadar

আমার তুই কাব্য হবি?
Sunday, February 25, 2018
Topic(s) of this poem: dream,heartbreak,love,passion,poetry,verse
COMMENTS OF THE POEM
???? ??? 26 February 2018

অপূর্ব সুন্দর কবিতা। ছন্দহীন কবিতার যুগে ছন্দের শীতল দখিনা বাতাস। খুব ভালো।

1 0 Reply
???? ??? ???????? 14 March 2020

খুব সুন্দর লাগলো। সব কবিতা খুব সুন্দর।

0 0 Reply
????????, ???????? 29 October 2018

অসাধারণ

0 0 Reply
Parijat mala 27 February 2018

Tor podyo lekhar kalom hobo Tor govir byathar malom hobo

1 0 Reply
Parijat mala 27 February 2018

Tor podyo lekhar kalom hobo Tor gopan byathar malom hobo

1 0 Reply
Parijat mala 27 February 2018

Tor ghaam mochhanor anchol hobo Tor shishu belar kol hobo

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success