গাছ ওফল Poem by Madhabi Banerjee

গাছ ওফল

গাছ ও ফল
মাধবী বন্দ্যোপাধ্যায়

গাছে ফল ধরে
কচি অবস্থায় ফলগুলো পাতার রং-এর মতো হয় সবুজ হয়
গাছ ফলটিকে শক্ত বোঁটায় ধ'রে রাখে
সযত্নে পাতা দিয়ে ঢেকে রাখে
যাতে কোনো বহিরাগত শত্রু আক্রমণ করতে না পারে
বাইরের তাপ ঝঞ্ঝা সরাসরিফলের গায়ে না লাগে
মানুষের লোভ পাখিদের লোভ ফলের গায়ে আচর না কাটে।
সময়ের সাথে সাথে ফলটি বড় হ'তে থাকে
ধীরে ধীরে ফলটি তার গায়ের রং বদলায়
জানান দেয় ফলটি বড় হয়েছে পরিনত হয়েছে
একদিন গাছ তার শক্ত বাঁধুনি আলগা করে দেয়
ফলটিও গাছকে ছেড়ে দেয়
হয় অন্যের ভোগ্য বস্তু।

Sunday, July 15, 2018
Topic(s) of this poem: nature
COMMENTS OF THE POEM
archana bandyopadhyay 10 May 2019

বাঃ। কয়েক লাইনের কবিতার মধ্য দিয়ে জীবনের পূর্ণতাই কি বোঝাতে চেয়েছ? খুব ভালো লাগল।

0 0 Reply
Madhabi Banerjee 18 May 2019

thanks a lot for your precious comments

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success