মহান কে? Poem by Arun Maji

মহান কে?

Rating: 5.0

মহান নেতা কে? মহান মানুষের সংজ্ঞা কি?
বড় দেশের বড় কোন প্রেসিডেন্ট? বড় ধর্মের বড় কোন ধর্মগুরু?
বিখ্যাত কোন বিজ্ঞানী? অর্থনীতিবিদ? অভিনেতা?
বিশ্বের সবচেয়ে ধনী কোন ব্যক্তি? মহান কে?

মহান মানুষ হলেন তিনি, যিনি-
আশাহত মানুষের মনে, আশা জাগাতে পারেন।
যন্ত্রণাকাতর মানুষের হৃদয়ে, একটু নিরাময় হতে পারেন।
ভালোবেসে আহত, এমন এক হৃদয়ে পুণরায় প্রেম জাগাতে পারেন।
মানুষকে, সাহস আর প্রেরণা দিতে পারেন।
দরিদ্র্য দুর্বল অসহায়কে, সবল আর সক্ষম করতে পারেন।
মানুষকে, অজ্ঞানতা আর অন্ধত্ব থেকে মুক্তি দিতে পারেন।

রাজনৈতিক ক্ষমতা, শিক্ষা, অর্থ, প্রতিপত্তি হলো-
ফাটা বাঁশের আওয়াজ। ঝাঁঝ আছে, সুর নেই।
যে মানুষ অন্যের হৃদয়ে সুর গাঁথতে পারেন, তিনিই মহান।

মহান একজন মানুষ নিঃস্ব-ও হতে পারেন।
সুভাষ বসু বা বিবেকানন্দ দুজনেই প্রায় নিঃস্ব ছিলেন।
তবুও আধুনিক ভারতবর্ষ বা আধুনিক বিশ্বের মধ্যে
এই দুজনই সর্ব্বশ্রেষ্ঠদের অন্যতম।

এক কথায়,
মানুষ হয়ে যারা মানুষের চোখের জল মুছাতে পারে না,
বা মানুষের বুকে, ভালোবাসা আশা আনন্দের বীজ বুনতে পারে না;
তারা এ বিশ্বের মালিক হলেও, কখনোই মহান নয়।
মানুষ হয়ে আমরা যদি মানুষ চিনতে ভুল করি,
তাহলে মানুষের সাজে
নৃশংস নির্মম, হিংস্র হায়নারা এ পৃথিবী শাসন করবে।

দুঃখের কথা, আজকের প্রচার আর বিজ্ঞাপন সর্বস্ব সংস্কৃতিতে
মিথ্যেকে সত্য বলে চালানোই, একপ্রকার সত্য হয়ে গেছে।
রাক্ষসও আজ মমতাময়ী মা সেজে পূজা পাচ্ছে!
বলো, তাহলে মানুষের যন্ত্রণা বাড়বে না?

© অরুণ মাজী

মহান কে?
Friday, July 27, 2018
Topic(s) of this poem: great leaders,greatness,leader
COMMENTS OF THE POEM
Arun Maji 04 August 2018

you are very kind dada. bhalo thakun.

0 0 Reply
Mithun Ghosh 04 August 2018

অসাধারন লেখা আপনার! ! ! ! ধন্যবাদ মহাশয়।

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success