এক জোড়াই জুতো মাত্র Poem by Sk. Nurul Huda

113 / 110
Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Debipur, Memari, Burdwan, West Bengal, India

এক জোড়াই জুতো মাত্র

তোমার যত সংখ্যক ই মটর গাড়ি থাকুক
তুমি একজোড়া জুতোই একবারে পড়তে পারবে
আর একটি বিছানাতেই একসঙ্গে শুতে পারবে।

জীবনে খুশি হও বৎস
জীবনকে সহজ ভাবে নাও
জীবন খুব ছোট।

মানুষ তোমাকে বেশি পছন্দ করবে
যদি তুমি দেখতে খুব সুন্দর হও
তবে মনে রেখো
বাঁদর ও গরিলারাও
ভ্রমণকারী দর্শনার্থীদের
দৃষ্টি আকর্ষণ করে।

অহংকারী হয়ও না
সর্বদা বিনয়ী হও
যা কিছু তোমার আছে
সেগুলি কেবল ঈশ্বরের দান

তাঁর প্রতি কৃতজ্ঞ হৃদয়ে
জীবন কাটাও।

This is a translation of the poem Only A Pair Of Shoes by Dr. Antony Theodore
Tuesday, October 26, 2021
COMMENTS OF THE POEM
113 / 110
Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Debipur, Memari, Burdwan, West Bengal, India
Close
Error Success