নিজের কাটা কূয়োঁতে নিজেই পড়েছি Poem by Madhabi Banerjee

নিজের কাটা কূয়োঁতে নিজেই পড়েছি

নিজের কাটা কূয়োঁতে নিজেই পড়েছি
মাধবী বন্দ্যোপাধ্যায়
আমরা তোর মা বাবা
তুই যেদিন আমাদের কোলে এলি
আমাদের মনে হয়েছিল আমারা ঈশ্বরের আশির্বাদ ধন্য
তাই স্বর্গের থেকে এক দেবশিশুকে আমাদের কোলে পাঠিয়েছে।
সংসার জীবনের শ্রেষ্ঠ সম্মান আমাদের
আমরা মা বাবা হয়েছি।
তুই এখন আমাদের চিন্তা ভাবনা ভালবাসার কেন্দ্র বিন্দু
তোর জন্যই আমরা স্বার্থপর হলাম সংকীর্ণমনা হলাম
তোকে ভালবাসার নামে আমরা অন্য শিশুকে অবজ্ঞা করেছি
একই সারিতে থাকলেও সকলের থেকে সেরাটা তোকে দিয়েছি।
নিজের কাজে ফাঁকি দিয়েছি, তোকে ব্যবহার করেছি।
কাজের বদলে ঘুষ নিয়েছি, তোকে স্বাছন্দে রাখবো বলে
যখন আমাদের সৎ সংযমী থাকতে হতো, শান্ত স্থীতধী থাকার কথা
পরিবর্তে অসাধু অসৎ হয়েছি-আদর্শ হতে পারিনি।
সন্তান হলে মানুষ ঋদ্ধ হয় আমরা দেউলিয়া হয়েছি।
আমাদের চরিত্রের অসাধুতা অসততা তোর মধ্যে প্রতিস্থাপিত হয়েছে
তুই এখন স্বার্থপরতার প্রতিমূর্তি একজন
জীবনের এই শেষ প্রান্তে এসে
তোর অসাধুতা স্বার্থপরতা অন্যায় কাজগুলো দেখি
পাঁজর ভেঙ্গে যায়, ভাষা যোগায় না মুখে
এতো নিজেরই কাটা কূঁয়োতে নিজে পড়েছি!

COMMENTS OF THE POEM
archana bandyopadhyay 27 May 2019

অপূর্ব! জীবনের এই ধাঁধা সবাইয়ের জানা তবু সবার অজানা। খুব সুন্দর ভাবে প্রকাশ করেছ তোমার কবিতাটে।

0 0 Reply
Prabir Gayen 04 January 2019

Very beautiful poem Didi....depict hard truth.....well penned...

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success