দুই টাকায় পেয় জল Poem by Debashree Kachari

দুই টাকায় পেয় জল

শ্রাবণমাসে আকাশতলে অগ্নি জ্বলে
ঝলসিয়ে ধরাতল
দারুণ তৃষায় হ'জ খাছেঘুরে বেড়ানো
কোথায় আছে জল?

বাঃ দুই টাকাই পেয় জল পেয়েছি
খাবার হৈচ্ছি মন।

মনের আঁধারে দ্বিধা উঠেছে
জাগেছে মহাভয়
জলতা খালে কিবা হয়!
শুনেছি কলেরা, ডিচেন্ট্রি
আর কতগুলি ব্যাধি
পেয় জল থেকে হয় ।

চোখ-কান, হৃত্পিণ্ড বন্ধ করে
করেছে আমি পান
দুই টাকার পেয় জলে
তৃপ্ত আমার প্রাণ ।

দুই টাকায় পেয় জল
Tuesday, January 15, 2019
Topic(s) of this poem: humorous
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Debashree Kachari

Debashree Kachari

Titabar, Assam
Close
Error Success