মাদার টেরেসা Poem by Madhabi Banerjee

মাদার টেরেসা

Rating: 5.0

মাদার টেরেসা
মাধবী বন্দ্যোপাধ্যায়


মা টেরেসা জানো আমার অবাক লাগে
যখন নির্জনে একাকী তোমার কথা ভাবি
চোখের জলে আমার গাল ভেসে যায়
আমি অবাক হই আশ্চর্য্য হই
তুমি যে পৃথিবীতে যে শহরে চলাফেরা করেছ
এটা কি করে সম্ভব হলো
সেইস্থানে সেই সময়ে আমার মতো একটি স্বার্থপর মেয়ে
চলাফেরা করেছি
আমি যা করি সেটা নিজের জন্য করি
একই পৃথিবীতে একই সময়ে
কিন্তু তুমি যা ভাবতে পেরেছ করতে পেরেছ
আমি সেটা পারিনা
তোমার প্রশ্নাতীত মহত্বকেআমি শ্রদ্ধা করি
আমি প্রশ্ন করতে পারিনা কারণ তাহ'লে কিছুটা দায় আমার ওপর পড়ে যায়
শুধু অবাক হতে পারি
তোমার মহত্বকে শ্রদ্ধা জানাতে পারি
ভরা পেট আমার তবু ঝগড়া করি
তুমি ত ক্ষুধার্তকেও ঝগড়া করতে দাওনি
তুমি ত কোনো প্রশ্ন করনি। কাউকে দোষারোপ করনি
কেন ওরা আঁস্তাকুড় থেকে খাবার খুটে খায়?
কেন একটি কিশোরী নিশ্চন্তে নির্ভয়ে রাস্তা দিয়ে যেতে পারে না
তুমি তো জানতে যারা দায়ী তাদের পিতাও ঈশ্বর।
তুমি কোনো প্রত্যাশা করনি
অসংখ্যজনের সেরা প্যার্রাশা মিটিয়েছ।
না-কোনো প্রশ্ন করার সাহস আমার নেই
আমি শুধু অবাক হই
যে পৃথিবীতে আমি আছি
সে পৃথিবীতে মাদার টেরেসাও হেঁটেছে।।

Thursday, February 14, 2019
Topic(s) of this poem: personality
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 15 February 2019

Excellent TRIBUTE poem on the SAINT MOTHER TERESA and HER worldly PHILANTHROPIC ACTIVITIES. I LOVE SAINT MOTHER TERESA as the MOTHER of WORLD. 10++++++++++++++

1 0 Reply
Madhabi Banerjee 15 February 2019

thanks a lot for your great comment.s

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success