মনে পড়ে সেই খোপ Poem by Madhabi Banerjee

মনে পড়ে সেই খোপ

Rating: 5.0

মনে পড়ে সেই খোপ
মাধবী বন্দ্যোপাধ্যায়


মনে পড়ে আমার সেই খোপটি
একটা ঘরে পড়াশুনার ডিস্টার্ব তাই
পুরনো বেড়া দিয়ে নিজেই ঘরের ভিতর খোপটা বানিয়েছিলাম।
সেই যখন সব বন্ধুদের সঙ্গে তর্কে হেরে গিয়ে
খোপে ঢুকে পড়তাম নিজে সপক্ষে যুক্তি খাড়া করতে
সেই যখন প্রয়োজনীয় বায়োলজি বক্স কেনার জন্য
পয়সা চেয়েছি আর বাবা বলেছ হবে না
অপমান লুকোবার জন্য খোপে ঢুকে গেছি
সেইদিন যখন হ্যরিকেনের তেল কেনার পয়সা ছিল না
অসহায় বোধ করে খোপে ঢুকেছি
বেড়ার ফাঁক দিয়ে সারারাত চাঁদ দেখেছি।
সেই দিন যখন হাজার দুঃখ নিয়ে বসে আছি চোখের জলের আকাল
কিন্তু খোপে ঢুকে নদীর জল থৈ থৈ ।
খোপটা যেন দুঃখে সান্ত্বনা সুখে আনন্দ দিত।
এখনো একটা খোপ আছে
আধুনিক সজ্জায় সজ্জিত।
কিন্তু সেই বেড়ার হাতে তৈরী খোপটার কথা আজও মনে পড়ে।

COMMENTS OF THE POEM
Prabir Gayen 16 February 2019

Beautiful poem dear poetess......... ..... ... thanks

0 0 Reply
Madhabi Banerjee 17 February 2019

thank you so much.

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success