মহাভারত Poem by Madhabi Banerjee

মহাভারত

মহাভারত
মাধবী ব্যানার্জ্জী


জীবনের প্রথম পর্বে অক্ষর পরিচয়ের পর
মহাভারত পড়ে জেনেছি
পান্ডবরা পাঁচ ভাই আর কৌরবরা একশত ভাই
জেনেছি অর্জুনের লক্ষ্যভেদ কথা
ভীমের গদাচালনা, যুধিষ্ঠিরের সত্যবাদীতা
দানকরার জন্য কর্নের নাম দাতাকর্ন হ'ল।
আর দুর্যোধনের পান্ডবদের প্রতি হিংসা।
দ্বিতীয় পর্বে
বয়স বাড়ার সাথে সাথে দৃষ্টিভঙ্গীর পরিবর্তন হল
দৌপদী স্বয়ংবর, পাশাখেলা
দ্রৌপদীর বস্ত্রহরণ
পান্ডব সখা কৃষ্ণ
জানলাম কুন্তীপুত্র কর্ণ
কুরু-পান্ডবের যুদ্ধ পর্ব
গীতা।
তৃতীয় পর্বে
জীবনের শেষ পর্য্যায় পৌঁছে
মহাভারত পড়ে জেনেছি
কৃষ্ণের ছেলেরা মানুষ হয়নি
পান্ডবের ছেলেরা দুর্য্যোধনের চক্রান্তে হত হয়ছে
যুদ্ধ শেষ যে যার চরিত্রের
আত্মসমালোচনা

Friday, March 15, 2019
Topic(s) of this poem: book
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success