অবসরের দিনগুলো Poem by Madhabi Banerjee

অবসরের দিনগুলো

Rating: 5.0

দিল ঢুঁঢতা হ্যায় ফির ওহি ফুরসতকে রাতদিন
বৈঠ রহে তসব্বু-এ-জানা কিয়ে হুয়ে'
গালিব

হৃদয় আজও খুঁজে বেড়ায় সেই অবসরের দিনগুলো
সারা বিকেল খেলাধুলা করে
বই নিয়ে যখনই পড়তে বসেছি
ঠিক তখনই সেই ঘুমের দেশে চলে যেতাম
যখন চেতনা ফিরল দেখিযে ঠাকুমার কোলে মাথা
ঠাকুমা ভিজে গামছা দিয়ে নোংরা পা ধূয়ে দিচ্ছে…
আরামে চোখ খুলতাম না, শীতল পায়ের আরামটা উপভোগ করতাম।
সেই আরাম আজও খুঁজি।।

সেই গরম কালের চাঁদনী রাতে
কঠিন অংক কষে বাবাকে খুশী করে
ঠাকুমার সাথে উঠোনে মাদুর বিছিয়ে
ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প শুনতে শুনতে
ঘুমের দেশে চলে যেতাম
গল্পের শেষ অংক কোনোদিন শোনা হতো না
হৃদয় আমার সেই দিনগুলো আজও খুঁজে বেড়ায়
ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্পের শেষ অংক শোনার জন্য।

এক মাথা ঝাকড়া চুল
নিজে বাঁধতে পারিনা চেষ্টাও করিনা
মাদুর নিয়ে পড়তে বসেছি
দিদিমা চিরুণী আর তেল নিয়ে বসে পড়ছে আমার চুল বাঁধতে
চুলে চিরুণী লাগাতেই আমি ঘুমের দেশে
মায়ের ঠোনায় সম্বিত ফিরে এল
মুখ হা করে আছি জানি দিদিমা মুখে গ্রাস তুলে দেবে
সেই অবসরের দিনগুলো আজও খুঁজে ফিরি।।

Friday, April 12, 2019
Topic(s) of this poem: memoirs
COMMENTS OF THE POEM
Madhabi Banerjee 13 April 2019

thank you so much for your comments.

0 0 Reply
HB Rita 12 April 2019

দারুন লিখেছেন। একটা সময়ের পর পিছনে ফিরে তাকাতেই হয়। যায় দিন ফিরে আসেনা, স্মৃতিগুলো বড় জ্বালাতন করে। ধন্যবাদ অপূর্ব লিখাটির জন্য।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success