ভালবাসতে চাই Poem by Md. Aminul islam Palash

ভালবাসতে চাই

যেখানে দুচোখ মেলে দেখা যায়
হিমেল বাতাস স্পর্শ করে দুটি চোখের পাতায়,
যেখানে মন শুধু যেতে চায় শত বাঁধা ভেঙে
শয়নে স্বপনে ছবি হয়ে ভাসে যে মুখটি।

এমন অনেক কথাই আজ চোখের জলে ঝর্ণা হয়ে বয়ে চলে
শতবার হাত জোড় করেও বোঝাতে পারনি যে,
আমি তোমায় ভালবাসি, তুমি বিশ্বাস কর
আমার ভালবাসার কোন ক্রটি নেই।

আজ হাসি দেখলে বা হাসির শব্দ শুনলেই বেজায় খারাপ লাগে
মনকে অনেক প্রশ্ন করি কেন আমি হাসতে পারি না?
তাদের মতোই তো আমি একজন,
মন আমায় উত্তর জানায় আমার নাকি মন বলে কিছুই নেই,
যে অন্যকে ভালবাসতে পারে না সে কিভাবে হাসতে চায়?
আমি মনকে জানালাম আমার বড় ভয় হয় হারানোর,
আমি যে হারাতে চাই বা হারানোর পরবর্তী মুহুর্ত
ক্ষণ সহ্য করার ক্ষমতা আমার নেই,
মন বলে-শুধু ভালবাসা নয় কিছু পেতে হলে তো
অবশ্যই কিছু দিতে হয়, ভোগে সুখ নয় ত্যাগেই সুখ।

কেন এমন কথা বললে তুমি
তাই হয়ত আজ এমনটি বলছো তুমি,
তাতেও আমি কিছু মনে করিনি
আমি ভাল করেই জানি আমার মন বলে কিছুই নেই,
তাই আজ আর কারও কাছ থেকে কিছু চাওয়া বা পাওয়া আশা করি না,
তবে ভালবাসতে চাই ঠিক আমার মতো একজনকে
যে পেয়ে হারাতে চায় না ঠিক আমার মতো।

POET'S NOTES ABOUT THE POEM
poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success