কাব্য ধারায় কোরবাণীর গজল Poem by Mir Munirul Islam Salim

কাব্য ধারায় কোরবাণীর গজল

শোন নবী ইব্রাহীম
শোন আদেশ বাণী
কর কর কোরবাণী
নয়ণের মণি।।

প্রিয় বস্তু আপনার
দিতে হবে আজ তোমার
নিজের হাতে স্বযতনে
জবেহ করবে আপনি।।

স্বপনেতে আদেশ পেয়ে
উঠিলেন ব্যস্ত হয়ে
উট দুম্বা করলেন জবেহ
সকালে তখনি।।

আবারও এলো আদেশ
মানতে হবে আল্লাহ্র নির্দেশ
ভালবাসার প্রিয় বস্তু
কর কোরবাণী।।

ভাবিলেন এবার নবী
এযে মোর পুত্র রবি
চাহিছেন বুঝি আল্লাহ
তাহার প্রাণ খানি।।

একশ বিশ বছর পরে
পুত্র এক দিলেন মোরে
কলিজার টুকরা এবার
চাইযে কোরবাণী।।

কহিলেন বিবি হাজেরায়
গোসল দিয়ে দাও সাজায়
বেড়াতে নিয়ে যাবো তারে
সঙ্গে করে এখনি।।

ইবলিশ মরদুদ শয়তান
পথে করে বাধা প্রদান
নাচিয়া উঠিলো তাহার
যত শয়তানি।।

মারিলো পাথর ছুঁড়ে
ইসমাইল শয়তানেরে
আল্লাহ্র নামেতে আমি
হবো কোরবাণী।।

ইবলিশ মরদুদ শয়তান
হাজেরায় কহে সটান
পুত্র তোমার নিলো স্বামী
করিতে কোরবাণী।।

মারিলো পাথর ছুঁড়ে
বিবি হাজেরা শয়তানেরে
আল্লাহ্র নামে পুত্র আমার
হবে কোরবাণী।।

হাত পা মুখ বাঁধিয়া মোরে
ছুরি চালাবেন বাবা জোরে
ধৈর্য্য শীলের সাথে পাবেন
পুত্রকে আপনি।।

বিসমিল্লাহে আল্লাহু আকবর পড়ে
ইব্রাহীম (আঃ) ছুরি চালান জোরে
গলায় ছুরি বসেনাকো
বাড়ে পেরেশানি।।

হতাশায় কিযে করি
ছুঁড়ে ফেলেন হাতের ছুরি
এতো চেষ্টা করেও তবু
হয়না কোরবাণী।।

ছুরি কহে ওগো নবী
দয়া করে দেখুন ভাবী
৭০ বার আল্লাহর নির্দেশ
কি করে নাহিমানি।।

ফেরেশতা এলো দুম্বা লয়ে
ইসমাইলকে নিলো সড়ায়ে
তাজা রক্তে ভেসে গেলো
হলো কোরবাণী।।

এমন নজির পৃথিবীতে
কে পেরেছে কখন দিতে
প্রতি বছর জিলহজ্ব মাসে
করছি মোরা কোরবাণী।।


ঃ শেষ ঃ

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success