ভেজা বনের পাতা Poem by Imran Islam

ভেজা বনের পাতা

Rating: 5.0

বিষটি ভেজা গাঁয়ের পথে
হঠাৎ দেখা তোমার সাথে,
মুখ লুকিয়ে বনের পাতায়
ভেজা আঁচল তুললে মাথায়
লাজ ভরা ও চোখের পাতায়;
বাঁধে বুনো লতা তোমার নথে!

বিষটি ভেজা বনের পাতা
বলছে যেন লাজের কথা,
ও লাজে ভরা অল্প কথায়
এই আমারে একটু হাসায়,
মেঘের জলে ভালোবাসায়
তোমার রূপে মালা গাঁথে।

ওরে বিষটি যাসনে থেমে
ঝড়ের তালে আয় না নেমে
এই সারি সারি বনে বনে
খাক না রে দোল ক্ষণে ক্ষণে,
গাঁয়ের পথটি ভাসলে বানে
তুমি আমার সাথে চরবে রথে।

প্রকৃতি কী আমার কথা মানে
যা খুশি তা করে আপন মনে,
না না বিষটি ঝরা শেষ
তোমার খোলা ভেজা কেশ
আমার দূরের কোনো দেশ
চললাম একলা সে পথে!

This is a translation of the poem Wet Leaves Of Green Forests by Imran Islam
Wednesday, September 9, 2020
Topic(s) of this poem: rain
POET'S NOTES ABOUT THE POEM
ইমরান ইসলাম
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 09 September 2020

বিষটি ভেজা বনের পাতা বলছে যেন লাজের কথা, ও লাজে ভরা অল্প কথায় এই আমারে একটু হাসায়, মেঘের জলে ভালোবাসায় তোমার রূপে মালা গাঁথে। ....সুন্দর প্রেমভাব প্রকাশ; পাঠে মুগধ হলাম

0 0 Reply
Close
Error Success