যদি ভুলে যাও আমায় Poem by Rezwan Mortuza

যদি ভুলে যাও আমায়

ছোট্ট একটি কথা বলতে চাই তোমায়।

তুমিও জানো তা -

যদি আমি তাকাই
আমার জানালার পাশ ঘেষে বেড়ে ওঠা গাছের লালচে শাখার মাঝ দিয়ে
শরতের শেষ বেলার স্ফটিক স্বচ্ছ চাঁদ এর দিকে,
যদি আমি স্পর্শ করি
উনুনের পাশের ছাই, যা অতি সূক্ষ্ম স্পর্শাতীত!
কিংবা স্পর্শ করি চ্যালাকাঠ এর দেহের বলিরেখাগুলো, যা এবড়ো খেবড়ো দৃশ্যমান!
সবকিছুই তোমার দিকে আমায় নিয়ে যায়
যেন যা কিছু অস্তিত্বময়, বিদ্যমান
আলো, বিচ্ছুরণ, সুবাস, সব সবকিছুই
এমনকি ঐ ছোট্ট ডিংগি গুলো পাল তুলে নিয়ে যায় আমায়
তোমার ঐ ছোট্ট ছোট্ট দ্বীপগুলোর মাঝে যা আমারই অপেক্ষায়!

উমম! এখন

এমন যদি হয় ধীরে ধীরে তোমার ভালবাসা কমে যায়!
আমিও বন্ধ করব ধীরে ধীরে তোমায় ভালবাসা।

যদি হঠাত করেই ভুলে যাও আমায়
আমি তোমায় ভুলে গেছি ভেবে বন্ধ কর আমায় খোজা!

যদি তুমি ভাবো
আমার জীবন একটানা খেপাটে বাতাসের ঝড়, যা থামবে না বলে
সেই তটে আমায় ফেলে যাও, যার গভীরে আমার শেকড়!

মনে রেখ

ঠিক সেই দিনই, সেই মূহুর্তেই
আমি আমার দুবাহু প্রসারিত করব উপরের দিকে
আর আমার শেকড়সহ উপড়ে নেব আরেক তটের খোজে।

কিন্তু

যদি প্রতিদিন, প্রতি মুহুর্ত অপ্রশম্য মাধুর্যে
তুমি অনুভব কর আমায়, যেন শুধু আমিই তোমার নিয়তি,
যদি প্রতিদিন একটি করে ফুল বেয়ে উঠে তোমার অধরে আমারই খোজে!

ও আমার প্রিয়তমা, ও আমার ভালবাসা
আমার মাঝে ফিরে ফিরে আসে সেই বহ্নিশিখা বারবার
আমার ভিতর থেকে হারিয়ে যায়নি কোনো কিছুই!

প্রিয়তমা আমার ভালবাসা বেচে থাকে তোমারই ভালোবাসায়!

এবং
আমার দুবাহু না ছেড়ে
যতদিন তুমি বাচিয়ে রাখবে ভালবাসা থাকবে তোমার বাহুডোরে!

Friday, August 22, 2014
Topic(s) of this poem: love and pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success