ফুলের ইস্তেহার -২ Poem by Moloy Mazumdar

ফুলের ইস্তেহার -২

ফুলের ইস্তেহার -২
-মলয় মজুমদার

কত কি ঘটে যায় প্রতিদিন অজানা শালবনে,
তোমার নিঃশ্বাসে
চিন চিন পিপাসায় কাটে রাত, মিলে যায় লাল ফিতে
সাদা ফিতে, কুমকুম মেঘের দেশে উথলে ওঠে মৃদু ঘাম ।
কিছু কিছু কোকিলের ডাক পঙক্তির বিষাদে মেশে প্রগাঢ় উত্তাপ,
অচল হয় ক্যানভাসে ভাষা, বাচাল যুবকের ছেঁড়া অভিজ্ঞতা
গোপন থাকে না, আপাতস্থবির বৃক্ষের সাথে গলিত হয় আমার
ভাষার পাঁজর, রোমশ বুকের কাছে ফিরে যাও তুমি প্রতিদিন ।

এক অনর্থক বুনো মেঘের রাতে নিবিড় দু'চোখে শিহরিত
বিপন্ন প্রণয়, অস্ফুট হৃদয়ে নিজেকে প্রোথিত করে সারারাত,
ঘুমের মধ্যে কত কথা হয়, দিনের শেষে, বৃস্টিতে ভাসে দিন,
কাগজের নৌকোতে ভাসে ছেঁড়া স্বপ্নে রাত,
আদিম ঘুমের মাঝে তোমাকে চিনি ক্ষণব্যভিচারে, ভুল পথে,
ফুলের বাগানে, নির্লিপ্ত নীলে, নির্মিত ছত্রাকারে,
অজানা যুগের কোন বিভ্রমবিলাসে ।

ঝাপসা হয়ে গেছে বহু বছর ভোরের কুয়াশা, পাখিদের চোখ
প্রাচীন অভ্যাসে দেখে রোগা নদীর শরীর ।
নিষিক্ত পাতায় অনিশ্চিত ছায়ার সাথে মিলেমিশে যায় কাহানীর
পদ্য,
মেশে রঙ, সাদা, কালো, লাল, হলুদ বা সবুজ
দিশাহীন ফুলের শহরে হুড়মুড় করে আসে ব্যপ্তির শিথিলতা ।

- - - - - - - - -২৮/০৮/২০১৪- - - - - - - - - -

Friday, January 2, 2015
Topic(s) of this poem: Love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Moloy Mazumdar

Moloy Mazumdar

Siliguri
Close
Error Success